5 Things You Should Know Before Doing MLM Business Onlineগত post এ আমরা জেনেছিলাম Network Marketing Business Online এ করার কি কি সুবিধা/অসুবিধা আছে।আজ আমরা জানাব ইন্টারনেট এর সাহায্যে নেটওয়ার্ক মার্কেটিং বিসনেস করতে গেলে কি কি বিষয় জানা অবশ্যই প্রয়োজন। ১) শুধুমাত্র Network Marketing Business ই নয়, যেকোনো Business শুরু করার আগে যেটা সবচাইতে আগে প্রয়োজন তা হলো উপযুক্ত Mindset. প্রত্যেক ব্যবসার আলাদা আলাদা ধরণ আছে আর তার জন্য প্রয়োজনীয় mindset ও ভিন্ন ভিন্ন । নেটওয়ার্ক মার্কেটিং বিসনেস অনলাইন শুরু করার জন্য সর্বাগ্রে যে mindset আপনাকে বানাতে হবে তা হলো আপনার বিশ্বাস। আপনাকে বিশ্বাস করতে হবে অনলাইন এর মাধ্যমে Network Business বাড়ান সম্ভব। কেন আমি একথা বলছি একটু বুঝিয়ে বলা দরকার। আপনি যাদের সাথে নেটওয়ার্ক বিসনেস বর্তমানে করছেন মানে আপনার upline , sideline , downline প্রায় প্রত্যেকেই কিন্তু offline জগতের মানুষ। তাদের সঠিক ধারণা নেই অনলাইন এ কাজ টা কিভাবে হতে পারে। তারা হয়তো আপনাকে নিরুৎসাহ করতে পারেন, কিন্তু আপনাকে আপনার বিশ্বাস অটুট রাখতে হবে। ২) দ্বিতীয় জিনিস টি হল আপনার শেখার ইচ্ছা। Digital দুনিয়া আলাদা কিছু নয়, আমাদের মত মানুষদের নিয়েই তৈরী, কিন্তু এই দুনিয়ার নিজস্ব কিছু নিয়ম কানুন আছে সেটা আপনাকে শিখে নিতে হবে। উদাহরণ দিয়ে বললে বিষয়টি বুঝতে সুবিধা হবে।ধরুন আপনি Online এ through Facebook বিসনেস বাড়াবার চেষ্টা করছেন। সেখানে প্রথমেই আপনাকে জানতে হবে কি কি আপনার timeline এ পোস্ট করবেন, আর কি কি করবেন না। এমন কি আপনার profile picture টা কেমন হওয়া উচিত, সেটাও আপনার জানা দরকার। আপনি যখন এগুলো শিখে নেবেন দেখবেন আপনার নতুন team members বাড়ান আর কোনো সমস্যাই হচ্ছে না, বিপরীতে যদি আপনি আন্দাজে আন্দাজে post করতে থাকেন, তাহলে কোনো লাভের লাভ তো হবেই না উল্টে Facebook একদিন আপনার account টাই cancel করে দিতে পারে।আপনার শেখার ইচ্ছেটাই প্রাথমিক ভাবে জরুরি। ৩) প্রতিদিন খানিক সময় কম্পিউটার এ বসার অভ্যাস আপনাকে করতে হবে।সব কাজ কিন্তু আপনার মোবাইল থেকে হবে না।আপনার মোবাইল আর ইন্টারনেট কানেকশন থেকে অনেক কাজ আপনি করে নিতে পারবেন, কিন্তু সব কাজ হবে না। কম্পিউটার এ এখনই বসতে হবে না, কিন্তু কম্পিউটার এ বসার mindset টা তৈরী রাখতে হবে ৪) একটা কথা খুব ভাল করে বুঝে নিতে হবে আপনাকে। Online mode এ বিসনেস করছেন ঠিক আছে কিন্তু তা offline method কে বাদ দিয়ে নয়। আপনাকে প্রয়োজনে মানুষের সাথে সাক্ষাৎ করতে হবে। Online এর দৌলতে প্রচুর leads আপনি পাবেন কোন সন্দেহ নেই, কিন্তু অনেকে হয়তো আপনার সাথে দেখা করতে চাইতে পারেন। তাছাড়া কোম্পানি seminar / hall presentation গুলোতে যে পরিমান excitement আমরা পাই তা কিন্তু facebook live বা zoom call এ সম্ভব হবে না, ফলে time to time আপনাকে এই ধরণের meetings গুলো attend করতেই হবে। ৫) আপনি তিন ভাবে ইন্টারনেট কে use করতে পারেন আপনার Business build up করার জন্য, ক) Website বানিয়ে তার মাধ্যমে, খ) Facebook এর মাধ্যমে, গ) Youtube এর মাধ্যমে। আপনাকে এর যেকোনও একটা পদ্ধতি initially বেছে নিতে হবে। যখন আপনি expert হয়ে যাবেন, তখন আপনি একসাথে তিনটে পদ্ধতিই ব্যবহার করতে পারবেন।কিন্তু শুরুতে যেকোনো একটা বাছতে হবে আপনাকে। অনলাইন এর মাধ্যমে নেটওয়ার্ক মার্কেটিং বিসনেস করার জন্য শুরুতেই এই ৫ টি বিষয় বুঝে নেওয়া খুব দরকার।প্রত্যেকটি পদ্ধতি কিভাবে কাজ করে তা আমি পরের পোস্ট গুলোয় বলব, কিন্তু তার আগে comment box এ লিখে জানান এই পোস্ট টি আপনাদের কেমন লাগল। কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে সরাসরি mailও করতে পারেন।
2 Comments
আপনারা জেনেছেন তিন ভাবে আমরা অনলাইন এ prospects দের কাছে পৌঁছাতে পারি
১) Website ২) Facebbook ৩) Youtube এই তিনটি ক্ষেত্রেই কিন্তু একটা বিষয় common. সেটা হল আপনাকে content create করতে হবে। অর্থাৎ আপনাকে কিছু না কিছু হয় লিখতে হবে বা বলতে হবে। মানুষ আপনার প্রতি তখনই আকৃষ্ট হবেন যখন আপনার থেকে তার কিছু পাবার থাকবে। অর্থাৎ আপনার content এর মাধ্যমে আপনি যখন কিছু value তাকে provide করবেন। এখানেই অধিকাংশ মানুষ পিছিয়ে যান। তারা ভাবেন আমি কিভাবে content create করব? আমার তো সেরকম কিছু জানা নেই বা আমি অত লিখতে বা বলতে পারব না। তাছাড়া এমন কি আমি জানি যা অন্যেরা জানে না। এই post টি পড়ার পর যাদের এরকম ধারণা রয়েছে তা অনেক কেটে যাবে। Content creation is easy. আপনি offline এ আপনার Business Promotion এর জন্য যা যা করে চলেছেন, তার থেকে অন্ততঃ সহজ। আপনাকে প্রথমেই যেটা বুঝতে হবে সেটা হল কি ধরণের content মানুষ পছন্দ করেন বা ভালবাসেন । মূলতঃ তিন ধরণের content পাবার আশায় মানুষ Online এ আসে Content that : a ) inspires b ) educates c ) entertains অর্থ্যাৎ এমন content আমরা লিখব যা অন্যদের অনুপ্রাণিত করবে, শিক্ষিত করবে বা আনন্দ দেবে। মূলত এই তিনটি জিনিস পাবার জন্যই মানুষ Online হন এখন আপনার মনে প্রশ্ন জগতে পারে এরকম content পাব কিভাবে একটু চোখ কান খোলা রাখুন অবশ্যই পাবেন ক) কোনো বই পড়েছেন আপনি খ) আপনার বিসনেস মিটিংএ কিছু শিখে এসেছেন গ) Facebook থেকে কিছু দেখেছেন যা কিনা inspiration বা educative বা entertain মূলক, ঘ) কোনো কিছু youtube video থেকে জেনেছেন যা আপনার নিজের খুব ভাল লেগেছে এছাড়াও নিত্যদিন আমাদের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা থেকে অনেক উপাদান পাবেন আপনি, অন্তত entertain মূলক ঘটনার তো অভাব হবে না। আমাদের brain এভাবেই তৈরী যখন ই আমরা তাকে কিছু ভাবাব সে ভাববে, আর যখন ই তাকে অলস করে রেখে দেব সে বসে থাকবে। কাজেই প্রতিদিন রুটিন করে ১০, ১৫ মিনিট আপনি content নিয়ে ভাবুন, আপনার মাথায় এমন অনেক কিছু আসতে থাকবে যা কিনা আপনি অনলাইন এ পোস্ট করতে পারেন। আপনারা টিভি দেখেন নিশ্চই, সেখানেও অনেক উপাদান পেয়ে যাবেন। একবার ভাবা শুরু করে দিলে কনটেন্ট এর কোনো অভাব হবে না। আমরা আমাদের workshop গুলোতে দেখেছি, খানিক চেষ্টা শুরু করার পরে এমন এমন content, participants দের মাথা থেকে বের হতে শুরু করে যা আমাদেরও অবাক করে দেয়। অনেকের আবার একটা ভুল ধারণা কাজ করে, সে যেটা ভাবছে educational ,বা inspirational তা হয়তো প্রায় সবাই ই জানে,বা অন্যদের কাছে সমান আকর্ষণীয় নাও হতে পারে। এই ধারণা কে প্রশ্রয় দেবেন না, সবাই সব কিছু জানে না; বরং আমি বলব অনেকেই অনেক কিছু জানে না। যারা জানে তারা তো জানেই যারা বিষয় টি জানত না তারা কিন্তু আপনাকে পছন্দ করতে শুরু করবে। আপনার message এর উত্তর দেবে বা একদিন আপনার সাথে যুক্ত হতেও ইচ্ছে প্রকাশ করবে। একটা সময় ছিল যখন মানুষ Network Marketing Business শুধুমাত্র offline এই করতো অর্থাৎ নিজের চেনাজানা পরিমণ্ডলের মধ্যেই সে products sell করত এবং Business opportunity share করত।
গত ১০০ বছর ধরে Network Business এভাবেই হয়ে এসেছে। কিন্তু internet এর প্রসার বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ধারণা বদলাতে শুরু করে। গত কয়েক বছরে বিদেশে internet ব্যবহার করে MLM Business করা এতটাই popular হয়ে গেছে যে Network Business এ সফল মানুষের সংখ্যাও বাড়তে শুরু করেছে। একাধিক 7 figures earner রয়েছেন যারা কিন্তু Network Business টা করেন মূলতঃ online mode ব্যবহার করেই। আমাদের মতো দেশগুলিতেও আস্তে আস্তে online networking এর প্রবণতা বাড়ছে। Online Network Marketing Business করা তুলনামূলক সহজ এবং তা অনেক দ্রুতও করা যায়। এখানে মনে রাখা প্রয়োজন অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং বিসনেস কিন্তু আলাদা কোনো বিসনেস নয়, আপনি যে কোম্পানির সাথে যুক্ত আছেন যেটা এতদিন অফলাইনে এ করে আসছেন সেই বিসনেসটাই এখন অনলাইন এ করবেন। অনলাইন এ নেটওয়ার্ক মার্কেটিং বিসনেস করার advantages এবং disadvantages এর কথা আজ আমি এখানে বলবো। সুবিধা ( Advantages ) ১) পৃথিবীর প্রায় ৫০% মানুষ আজ ইন্টারনেট ব্যবহার করেন। ফলে prospects বা customer দের কাছে পোঁছানো এখন অনেক সোজা যে কোনো মানুষের পক্ষে ২) আপনি এক জায়গায় বসে দেশের এমন কি পৃথিবীর নানা জায়গায় আপনার Business বাড়িয়ে নিতে পারবেন ৩) আপনার চেনাশোনা মানুষের একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু online এ আপনি পৌঁছে যেতে পারেন এমন মানুষের সংখ্যা অগণিত, ফলে আপনার সম্ভাব্য customer বা prospects offline এর থেকে কয়েক লক্ষগুণ বেশি এখানে ৪) যেহেতু আপনাকে movement কম করতে হচ্ছে সেহেতু আপনার initial খরচও কম ৫) Network Marketing Business এর এক মস্ত বড় অসুবিধা হলো team members দের বসে যাওয়া, একথা সকলেই মানবেন। কিন্তু online এ যখন আপনি meeting ইত্যাদি করা শুরু করবেন, আপনার সেই members দের থেকে যাবার অর্থাৎ retention এর সম্ভাবনা বহুগুন বেড়ে যাবে ৬) আপনার চেনা পরিচিত জনেরা আপনার অতীত জানে, আপনাকে সবসময় তারা as a Business owner হিসাবে দেখে না বা গুরুত্ব দেয় না ( অনেকেই এই সমস্যায় ভোগেন), online এ কিন্তু যাদের আপনি Business proposal দিচ্ছেন তারা আপনার অপরিচিত, আপনার অতীত তাদের জানা নেই,ফলে আপনি অনেক বেশি সমীহ আদায় করতে পারবেন, যা কিনা আপনার Business এ অনেক সাহায্য করবে অসুবিধা ( Disadvantages) ১) Online mode এ relationship build up, offline এর তুলনায় একটু কমই হয়,ফলে যত দ্রুত আপনি offline এ একজনের মনের মধ্যে ঢুকে যেতে পারেন অনলাইন এ ততটা তাড়াতাড়ি হয় না ২) আপনার team এর সবাই online এ অতটা অভ্যস্ত নাও হতে পারেন এই দুটি অসুবিধা কে সহজেই জয় করে নেওয়া যায়, কিভাবে তা আপনি করতে পারবেন আমি পরের post গুলি তে লিখবো। তার আগে আমাকে অবশ্যই লিখে জানান এই post সম্বন্ধে আপনার মন্তব্য (comments). |
OPPORTUNITY!(90% Automated System!) Archives
January 2020
Category |
Copyright © 2023 NetbizSystem - All Rights Reserved.