Bengali Portal for Internet and Networkl Marketing Business
Join Us On
  • Home
  • Online Business
  • Leadsark Reviews
  • Network Marketing Course
  • training
  • Videos
  • Blog
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer

কেন আপনি Network Marketing Business করবেন বা করবেন না

31/10/2019

1 Comment

 

SHOULD WE DO NETWORK MARKETING OR NOT?
​

Picture


​বর্তমানে Network Marketing বা MLM Business এর কথা অনেকেই শুনেছেন।

অন্ততঃ এই term গুলির সাথে অনেক মানুষ পরিচিত। অনেকে এটিকে Direct Selling Business ও বলেন।

এই ব্যবসায় যুক্ত মানুষের সংখ্যাও যেমন অনেক(কয়েক কোটি), তেমন businessটি কে ঠিক পছন্দ করেন না এমন মানুষের সংখ্যাও কম নয়।

যারা পছন্দ করেন না তাদের অধিকাংশই business টির সাথে সরাসরি যুক্ত নন।কিন্তু কিছু অভিজ্ঞতা বা শোনা কথা তাদেরকে বিমূখ করে দিয়েছে।

যারা ব্যবসাটি করেন তারা তাদের দিক থেকে সঠিক আবার যারা বিমূখ হয়েছেন তারাও হয়ত তাদের দিক থেকে ভুল নন ! 

আমি এই পছন্দ বা অপছন্দের মূল কারণগুলি এই post এর মাধ্যমে খুঁজে বার করার চেষ্টা করেছি। আমি পক্ষে বা বিপক্ষে সবাইকে বলব এই post টি পুরোটা পড়ে দেখুন তারপর আপনি সিদ্ধান্তে আসুন কোনটি সঠিক আর কোনটি বেঠিক।

অনেকে নেটওয়ার্ক মার্কেটিং পছন্দ করেন না তার কারণ মূলতঃ তিনটি:

১) Business এর ধরণটি একদম নতুন; শুরুতে যেকোনো জিনিসই মানুষ মেনে নিতে সময় নেন, এটা মানুষের স্বভাবিক প্রবৃত্তি।এমন ঘটনা eCommerce Business এর ক্ষেত্রেও হয়েছিল।মানুষ শুরুতে বিশ্বাস করতে চাননি যে বাড়িতে বসে অনলাইনএ জিনিসপত্র কেনাকাটি করা যায়, কিন্তু আজ তো এটি রীতিমতো রোজকার অভ্যাসে এ পরিণত হয়ে গেছে।

Amazon এর স্রষ্টা Jeff Bezos সেদিন যদি মানুষের বিশ্বাস এর সাথে চলতেন তাহলে আজ হয়ত তিনি আর পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি হয়ে উঠতেন না,

২) অনেক অসাধু ব্যবসায়ী শুরুর সময়ের মানুষের সঠিক জ্ঞানের অভাবের সুযোগ নিয়ে অনেকরকম লোভনীয় স্কিম চালু করে মানুষকে ঠকাতে উদ্যত হয়েছেন বা এখনও আছেন ;অনেক মানুষ ঠকেও গেছেন আবার অনেকে এখনও ঠকছেন, আমি অন্য একটি post এ লিখেছি কিভাবে আপনি এই ঠগদের চিনে নেবেন এবং avoid করবেন, 

৩) কিছু মানুষ এই Business এ হয়ত সফল হননি, তারা চান না অন্যরাও সফল হন। এরকম মানুষের সংখ্যা খুব বেশী না হলেও তারাও কিন্তু অনেক সময় negative কথাবার্তা বলেন Business সম্বন্ধে, যার নেতিবাচক প্রভাব অন্য মানুষের মধ্যে পরে।


আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং বিসনেস সন্বন্ধে প্রকৃত তথ্য জানতে আগ্রহী থাকেন তবে আমি নিচের যে ৫ টি বিষয় উল্লেখ করছি তা একটু মনোযোগ দিয়ে পড়ুন এবং ভাবুন: 


১) নেটওয়ার্ক মার্কেটিং একটি business channel মাত্র, যার অর্থ হল এটি বিসনেস পরিচালনার একটি মডেল।

আমরা যে business model দীর্ঘদিন ধরে দেখে অভ্যস্ত তা হলো conventional model অর্থাৎ যেখানে products manufacturer থেকে super stockist, stockist, wholesaler, distributor এবং retailer এর হাত হয়ে আমাদের কাছে মানে customer এর কাছে এসে পৌঁছায়;

এছাড়াও আরও বিভিন্ন মডেল আছে যেরকম দ্বিতীয় মডেল হল Departmental Stores - যেমন আমরা দেখি Big Bazaar, Pantaloons, Reliance Stores ইত্যাদি যেখানে manufacturer এর থেকে products সরাসরি storesএ চলে আসে, তৃতীয় মডেল হল eCommerce যেমন Amazon, Flipkart , Snapdeal ইত্যাদি। 


​এরকমই আর একটি মডেল হল Network Marketing বা MLM বা Direct Selling ,যেখানে consumers ই consumers দের কাছে products পৌঁছে দেন।

২) নেটওয়ার্ক মার্কেটিং সরকার দ্বারা স্বীকৃত একটি বৈধ ব্যবসা। ভারতে 2016 সালে কেন্দ্রীয় সরকার আইন করে নির্দিষ্ট করে দিয়েছেন নেটওয়ার্ক ব্যবসা কি এবং কোন কোন কোম্পানি এই ব্যবসা করতে পারবে, আপনি যদি এমন কোন কোম্পানিকে বেছে নেন যে সরকার দ্বারা স্বীকৃত তবে আপনাকে আর ব্যবসার বৈধতা নিয়ে চিন্তা করতে হবে না।

৩) এই ব্যবসা শুরু করতে কোন পুঁজি লাগে না, অফিস লাগে না,কর্মচারী রাখতে হয় না, মাসিক খরচ প্রায় নেই বললেই হয়,এবং আপনার ব্যবসা শুরু করার প্রথম দিন থেকেই আপনি চাইলে আয় শুরু করতে পারেন। যারা নেটওয়ার্ক বিসনেস করেন তারা দাবী করেন এরূপ আর একটিও ব্যবসা নেই যেখানে এতগুলো সুবিধা উপস্থিত আছে।

৪) এই ব্যবসার মধ্যে দিয়ে আপনার Personal Development অবশ্যম্ভাবী। Communication Skill, Leadership Capacity Building ,Team Management ইত্যাদি নানা বিষয়ের উপর ট্রেনিংএর ব্যবস্থা কোম্পানি গুলো এবং তাদের senior personরা করে থাকেন যা কিনা বেশীরভাগ ক্ষেত্রেই ফ্রি থাকে, ফলে আপনি এক আধুনিক মানের ট্রেনিং পান যা priceless বলা যায়।

৫) পৃথিবীর তাবড় তাবড় বিখ্যাত ব্যক্তিরা এই বিসনেস কে শুধু যে সমর্থন করেছেন তাই নয়, বরং খুব বলিষ্ঠ ভাবে সবাইকে পরামর্শ দিয়েছেন বিসনেস টি করার জন্যে। 

Bill Gates, Warren Buffet, Tony Robbins, Jim Rohn, Brian Tracy র মতো ব্যক্তিত্বরা বলেছেন এই বিসনেস মডেল অত্যন্ত ভাল এবং সময়োপযোগী।

বিশ্ববিখ্যাত Financial Education গুরু এবং 
Rich Dad Poor Dad বইয়ের লেখক Robert T Kiyosaki একটি আস্ত বই লিখে ফেলেছেন  "The Business of the 21st Century" নেটওয়ার্ক মার্কেটিং বিসনেস এর উপরে।

এনারা কেউই  নেটওয়ার্ক মার্কেটিং এর মানুষ নন, কিন্তু এই বিসনেস এর গুরুত্ব উপলব্ধি করে এর পক্ষে তাদের সুচিন্তিত মত দিয়ে গেছেন।

তাই আমার পরামর্শ আপনি অন্য কারোর কথায় প্রভাবিত না হয়ে ( এমন কি এই পোস্ট এরও নয় ) উপরের সব কটি কারণ ( পক্ষে এবং বিপক্ষে ) কে যুক্তি দিয়ে,আপনার অভিজ্ঞতা দিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নিন।  
1 Comment

5 Psychological Triggers for MLM Business

15/10/2019

0 Comments

 
Picture

MLM Business এর সাফল্য বা ব্যর্থতা আপনার চিন্তা ভাবনার সাথে সরাসরি ভাবে যুক্ত। 


আপনার ভিতরের মানুষটাকে যতক্ষন না আপনি Network Marketing Business (or MLM) এর উপযুক্ত করে তুলতে পারছেন ততক্ষন আপনার successও কিন্তু অনেকটা ধীরেই হবে।

তাই আপনাকে বুঝতে হবে কি কি psychological triggers আপনার মধ্যে গড়ে তুলতে হবে যাতে কিনা আপনি সব দিক দিয়ে সবসময় মানসিকভাবে এই business এর জন্য প্রস্তুত থাকেন:



1) Psychological  Trigger  One  -     


Entrepreneur Mindset - দুর্ভাগ্যের হলেও একথাটা সত্যি যে আমরা শতকরা নব্বই ভাগ মানুষ employee mindset  নিয়ে বেড়ে উঠি।

ছেলেবেলা থেকে চাকরী করার কথা এতবার শুনি যে কোথাও একটা চাকরিজীবীর মানসিকতা গড়ে যায়। কিন্তু Network  Marketing একটি business,চাকরি নয়।

তাছাড়া এখানে আপনাকে উৎসাহ দেওয়ার লোক থাকলেও বকা দেবার লোক বিশেষ নেই, আপনি দিনের পর দিন কাজ না করলেও কেউ আপনাকে হয়তো কিছুই বলবে না।

যখন আপনি আপনার নিজের mindset কে entrepreneur mindset এ নিয়ে যেতে পারবেন তখন দেখবেন আপনি নিজেই নিজের রোজনামচা ঠিক করে ফেলছেন, কারোর উপর আপনাকে নির্ভর করে থাকতে হচ্ছে না।এটি সর্বাগ্রে  দরকার।



2) Psychological  Trigger  Two-    


Strengthen  Your  Belief  System  - আপনার ব্যবসা নির্ভর করবে আপনার belief system এর উপর।

শুধু নেটওয়ার্ক ব্যবসা কেন জীবনে যা কিছু কেউ পায়, তা পায় তার belief system বা বিশ্বাস এর উপর নির্ভর করে । যে ছেলেটি বিশ্বাস করে ডাক্তার হতে পারবে, সেই হতে পারে অন্যরা পারে না, যে মানুষটি বিশ্বাস করে সে কোটিপতি হতে পারবে সেই কোটিপতি হয় অন্য কেউ পারে না।
   
এখানে আপনাকে দুটো জিনিসের উপর বিশ্বাস রাখতে হবে


১) নিজের উপর
২) বিসনেস সিস্টেম এর উপর



নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতি আপনার বিশ্বাস বা আস্থা যদি ১ শতাংশও কম থাকে এই ব্যবসায় কিন্তু আপনি চূড়ান্ত সাফল্য পাবেন না।


3) Psychological  Trigger Three  -


Helping  Attitude  - নেটওয়ার্ক মার্কেটিং পৃথিবীর একমাত্র ব্যবসা যেখানে helping  attitude বা সাহায্য করার মানসিকতা ছাড়া সফল হওয়া যায় না।

আপনি যদি অন্যকে সাহায্য করার মানসিকতা না রাখেন তাহলে এই business এ সফল হওয়া কঠিন।

অনেক mlm leadersরা পরবর্তী কালে হারিয়ে গেছেন,এই একটিমাত্র কারণেই। অন্যকে সাহায্য করার মানসিকতা থেকে তারা সরে এসেছিলেন। অন্যকে Help  করার মানসিক গঠন কিন্তু আপনাকে প্রথম থেকেই রপ্ত করে ফেলতে হবে।



4)  Psychological  Trigger  Four -   


Realistic  Dream - বাস্তব সম্মত স্বপ্ন আপনাকে দেখতেই হবে। যারা স্বপ্ন দেখতে জানেন না, তারা সফলও হন না। Network  Marketers রা সাধারণতঃ খুব সাধারণ ঘর থেকেই উঠে আসেন, ফলে অনেকেই স্বপ্ন দেখার সাহস দেখতে পারেন না, কিন্তু যাদের মানসিকতায় সেই স্বপ্ন দেখার প্রবণতা রয়েছে তারা দেখবেই, আর যারা স্বপ্ন দেখবে তারাই তা অর্জন করবে, যারা দেখবে না তারা কখনোই তা অর্জন করবে না।

​সেই প্রাচীন  প্রবাদ টা এখানে খুব উপযোগী-  ছেঁড়া কাঁথায় শুয়ে লক্ষ টাকার স্বপ্ন  দেখা; Network  Marketer রা কিন্তু তাই দেখেন।



5) Psychological  Trigger Five-   


Unnecessary  Ego  to  be    Avoided - আপনি যদি egoist  হন, নিজেকে অন্যের কাছে মেলে ধরতে কুন্ঠা বোধ করেন, তবে কিন্তু এই ব্যবসায় আপনি একটু পিছিয়ে পড়বেন।

Ego খারাপ জিনিস নয়, ego থাকা ভাল, কিন্তু কিছু ক্ষেত্রে সেটাকে পরিত্যাগ করার মানসিকতা আপনাকে রাখতেই হবে।

আমি যদি ভাবি, আমি writer ,বই লিখি, প্রচুর শিক্ষাগত যোগ্যতা আমার, আমি কেন অন্য মানুষের কাছে গিয়ে business  opportunity বা products  নিয়ে approach  করবো, তাহলে কিন্তু আমার এই business  হবে না।

এই approach করাটাই এই business  এর অঙ্গ, ওটাই আমাকে করতে হবে।এই চরম সত্য তা প্রথমেই বুঝে নেওয়া দরকার।আর এটা বুঝলেই আমি এই business করতে পারব।



আপনি নিজেকে যাচাই করে দেখুন, উপরের ৫ টা psychological triggers
 এ কোথাও কি আপনার ঘাটতি আছে বলে মনে হচ্ছে? তাহলে সেটাকে পাল্টাতে হবে আপনাকে।যত তাড়াতাড়ি  সম্ভব।
​
0 Comments

5 Golden Rules in Network Marketing Business

3/10/2019

0 Comments

 

5 Golden Rules

Picture

1) Keep  Everything  Simple - Network Marketing সত্যি সত্যিই খুব simple business.  

অহেতুক এটিকে জটিল করার কোনো মানেই হয় না। খেয়াল করে দেখবেন যারা যারা সফল হয়েছেন এই business এ তারা খুব বেশি অহেতুক বুদ্ধি খরচ করতে যান নি।

তারা just  system কে follow করেছেন। Business এর মূল মন্ত্রই দাঁড়িয়ে আছে তিনটি স্তম্ভের উপর:


Understand - Business  কে বুঝুন
Share  - অন্যদের সাথে শেয়ার করুন 
Duplicate  - আপনার team members দের একই কাজ করতে শেখান 


ব্যাস এই তিনটে জিনিস রপ্ত করুন, business এ আপনি success  পাবেনই।


2) Develop  Your  Skill - নিজের স্কিল বাড়িয়ে ফেলুন। অহেতুক অহমিকায় ভুগলে কোনোদিন নিজের স্কিল বাড়াতে পারবেন না।প্রতিদিন নিজেকে আরো উন্নত করে ফেলুন।

Attitude , leadership , communication এই তিনটে স্কিল বাড়ানোর উপর জোর দিন।অনেক ভাল ভাল বই, training  materials  available আছে। সেগুলির সঠিক প্রয়োগ করুন।



3)  Consistency  is Key  - ধারাবাহিকতা এই business এর অন্যতম মূল মন্ত্র।একদিনে ৭ ঘন্টা খরচ করার পরিবর্তে প্রতিদিন ১ ঘন্টা করে ব্যয় করুন।

প্রতিদিন business এর জন্য কিছু একটা করুন, অন্তত একজন মানুষের সাথে কথা বলুন, সে আপনার পরিচিত মানুষও হতে পারে অথবা social media তেও হতে পারে।

প্রতিদিন এক ঘন্টা কাজ আর প্রতিদিন একজন মানুষের সাথে business share করা, এদুটিকে compulsory বানিয়ে ফেলুন।



4) Use  your  company 's  products - নিজের company র products যখন use  করবেন তখন business  সম্বন্ধে এক দারুন confidence  আপনার মধ্যে কাজ করবে।


যখন অন্যদের সাথে কথা বলবেন, মনের মধ্যে একটা প্রত্যয় কাজ করবে। আপনার prospects /customers কিন্তু আপনার চোখে আপনার প্রত্যয় পড়তে পারবে।

আপনার কাজ সহজ হয়ে যাবে। তাছাড়া আপনি যখন সেটা করবেন, আপনার team  members রাও সেটাই করবে, ফলে আপনার team এর business volume অনেক বেড়ে যাবে।

যেকোন সফল নেটওয়ার্কের দের আপনি জিজ্ঞাসা করে দেখুন, তারা সবাই প্রতি মাসে কোম্পানির products use করেছেন। এমন একজনও successful network marketer  খুঁজে পাবেন না, যিনি company র products নিয়মিত use না করেই successful হয়ে গেছেন।



5) Attend  Every  Events- যত events  হচ্ছে আপনার কোম্পানি র attend করুন, চেষ্টা করুন একটাও বাদ না দিতে।আপনি events  attend  করলেই আপনি successful  হবেন এটা আমি বলতে পারছি না, কিন্তু events  attend না করলে যে আপনি successful  হবেন না, সেটা আমি নিশ্চিত করে বলতে পারি। 


তাহলে ৫ টি Golden Rules পর পর লিখলে যা দাড়ায় তা হলে

১)  Keep  it  simple 
২ ) Develop  your  skill 
৩)  Be  consistent 
৪)  Use  your  company 's  products 
৫)  Attend  every  event 



এই ৫ টি Golden  Rules  আপনিও follow করুন আপনার team members দেরও follow  করতে শেখান।  
0 Comments

    OPPORTUNITY!

    (90% Automated System!) 

    ​If you want to work with Netbiz System, Submit Your Form Now! Join Us

    Archives

    January 2020
    December 2019
    November 2019
    October 2019
    September 2019
    August 2019

    Category

    All
    Internet Marketing
    Network Marketing

    RSS Feed

Copyright © 2019 NetbizSystem - All Rights Reserved.
Picture