3 Lessons I Have learnt From Robert G Allen
Robert G Allen, New York Times এর অন্যতম Best Selling Author.
তার বিখ্যাত বইগুলোর মধ্যে অন্যতম হল One Minute Millionaire, Creating Wealth, Nothing Down, Multiple Steams of Income ইত্যাদি!
Robert Allen এর সম্বন্ধে বহু লেখা The Wall Street Journal, Money Magazine, Redbook, Readers Digest ইত্যাদিতে প্রকাশিত হয়েছে।
The 3 lessons I've learned from Robert G Allen
আজ আমি Robert এর তিনটি সূত্র আপনাদের সাথে share করব।
Robert এর training এর বৈশিষ্ট্যই হলো তিনি খুব সহজ টিপস এবং ট্রিকস এর কথা বলেন যেগুলো যে কোনও মানুষই তাদের জীবনে প্রয়োগ করতে পারেন এবং আমি আমার নিজের জীবনে প্রয়োগ করে অনেক লাভবান হয়েছি।
এরকমই কয়েকটা tips বা tricks আজ আপনাদের সাথে শেয়ার করতে চাইছি ।
Number One Tips : The Millionaire Mindset
Millionaire Mindset সম্পর্কিত একাধিক বই মার্কেটে available আছে। খুব ভাল ভাল বই আছে যেগুলি আপনারা হয়তো অনেকে পড়েও থাকতে পারেন । কিন্তু Allen এর teachings অনেক বেশী practical এবং সহজ।
এখানে Robert ভারী সুন্দর একটা পদ্ধতি প্রয়োগের কথা বলেছেন
ধরুন আপনার লক্ষ্য হলো আগামী পাঁচ বছরে 10 লক্ষ টাকা উপার্জন করার। Robert বলেছেন 10 লক্ষ টাকার পিছনে একটা শূন্য বসিয়ে দিন । ফলে যেটা দাঁড়ালো সেটা হল আপনার subconscious mind ভাবতে শুরু করবে আপনার লক্ষ্য এক কোটি টাকা। অর্থাৎ আগামী পাঁচ বছরে আপনি এক কোটি টাকা উপার্জন করতে চাইছেন।
এর ফলে যেটা হবে সেটা হল আপনার action গুলো হবে এক কোটি টাকারই মত।
পাঁচ বছর শেষে আপনি এক কোটি টাকা ইনকাম করতে পারলেন না কিন্তু আপনার যে প্রাইমারি লক্ষ্য ছিল অর্থাৎ 10 লক্ষ টাকা উপার্জন করা সেটা কিন্তু অনেক সহজ এবং achievable হয়ে যাবে।
Number Two Tips: The Power of Networking.
তার দ্বিতীয় সূত্র যেটি আমাকে ভীষণ ভাবে প্রভাবিত করেছে সেটি হল The power of networking.
According to Allen
Money or Wealth is created when you have a strong network.
Robert এর মতে নেটওয়ার্ক হল এমন একটা শক্তি, এমন একটা support system যেখান থেকে আপনি আপনার idea, resource , contact ইত্যাদি explore করতে পারবেন।
যাদের নেটওয়ার্ক যত শক্তিশালী তাদের সাফল্যের সম্ভাবনা তত বেশি।
নেটওয়ার্ক বাড়ানোরও খুব সহজ টিপস উনি দিয়েছেন।
তিনি বলেছেন প্রতিদিন একজনকে ফোন করুন । ফোন করে কুশল বিনিময় করে তার খোঁজ খবর নিন , আপনার অফিশিয়াল কথা বলতেও পারেন নাও পারেন কিন্তু ফোনটা অবশ্যই করুন ।
এইভাবে যদি আপনি 30 দিন প্রতিদিন একজনকে ফোন করেন তাহলে 30 দিনে আপনার সাথে একটা telephonic conversation হল এমন মানুষের সংখ্যা 30 জন ।
একটা relation build হল বা renew হল।
এর ফলে যখন আপনি পরে কখনও তাকে কোন কাজের কথা বলবেন সেই ব্যক্তির থেকে response কিন্তু আপনি অনেক বেশি পাবেন ।
হতে পারে আপনি নতুন কিছু প্রজেক্ট নিয়েছেন সেটা আনেককে জানাতে চান, হতে পারে আপনার কাছে নতুন কোন অপারচুনিটি এসেছে সেটা আপনি অন্যদের সাথে শেয়ার করতে চান বা হয়ত একান্তই কোন হেল্প বা সাজেশন আপনার প্রয়োজন।
এখন কিন্তু আর আপনাকে এর জন্য মানুষ খুঁজে বেড়াতে হবেনা।
আপনার কাছে already 30 জনের একটি শক্তিশালী নেটওয়ার্ক আছে। কল্পনা করুন এই কাজটি মানে প্রতিদিন একজনকে ফোন করা যদি আপনি 90 দিন যাবৎ করে যান তবে আপনার নেটওয়ার্ক strength দাড়াবে 90। তার মানে আপনি এখন আরো বেশি শক্তিশালী।
Number Three Tips: law of Persuasion.
রবার্ট এর তৃতীয় সূত্র টি হল law of persuasion.
সমস্ত মানুষকেই কিন্তু একটা levelএ গিয়ে persuasion করতেই হয়।
যতক্ষণ না আপনি persuasion করছেন ততক্ষন কিন্তু আপনার বিপরীতে দাঁড়ানো মানুষটি আপনার প্রয়োজনের কথা বুঝবেন না। খুব সহজ করে তিনি বলেছেন persuasion এর জন্য কোন special skill এর দরকার নেই।. Simply আপনার প্রয়োজনের কথা বা আপনার opportunity র কথা বা যা কিছু বলার প্রয়োজন আছে সেটা আপনি বলে ফেলুন।
মানুষ কিন্তু ইন জেনারেল অন্য মানুষের কাজে আসার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে। এমনও হতে পারে আপনাকেও তার প্রয়োজন পড়তে পারে অর্থাৎ এক্ষেত্রে মিউচুয়ালি ও বেনিফিটেড হতে পারেন।
আপনি না বললে তারা সে বিষয়ে তাই জানবে না ।
এই তিনটি formula আপনি life এ প্রয়োগ করে দেখুন, আপনিও খুব দ্রূত সফল হয়ে উঠবেনই!