Bengali Portal for Internet and Networkl Marketing Business
Join Us On
  • Home
  • Online Business
  • Leadsark Reviews
  • Network Marketing Course
  • training
  • Videos
  • Blog
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer

কিভাবে onlineএ Content Create করবেন আপনার ব্যবসার জন্য

14/8/2019

1 Comment

 
আপনারা জেনেছেন তিন ভাবে আমরা অনলাইন এ prospects দের কাছে পৌঁছাতে পারি


১) Website 
২) Facebbook 
৩) Youtube 


এই তিনটি ক্ষেত্রেই কিন্তু একটা বিষয় common.


সেটা হল আপনাকে content create করতে হবে। অর্থাৎ আপনাকে কিছু না কিছু হয় লিখতে হবে বা বলতে হবে। মানুষ আপনার প্রতি তখনই আকৃষ্ট হবেন যখন আপনার থেকে তার কিছু পাবার থাকবে। অর্থাৎ আপনার content এর মাধ্যমে আপনি যখন কিছু value তাকে provide করবেন। 


এখানেই অধিকাংশ মানুষ পিছিয়ে যান। তারা ভাবেন আমি কিভাবে content create করব? আমার তো সেরকম কিছু জানা নেই বা আমি অত লিখতে বা বলতে পারব না। তাছাড়া এমন কি আমি জানি যা অন্যেরা জানে না। 
এই post টি পড়ার পর যাদের এরকম ধারণা রয়েছে তা অনেক কেটে যাবে। Content creation is easy. আপনি offline এ আপনার Business Promotion এর জন্য যা যা করে চলেছেন, তার থেকে অন্ততঃ সহজ। 


আপনাকে প্রথমেই যেটা বুঝতে হবে সেটা হল কি ধরণের content মানুষ পছন্দ করেন বা ভালবাসেন । মূলতঃ তিন ধরণের content পাবার আশায় মানুষ Online এ আসে 
Content  that :


a ) inspires 
b ) educates 
c ) entertains 


অর্থ্যাৎ এমন content আমরা লিখব যা অন্যদের অনুপ্রাণিত করবে, শিক্ষিত করবে বা আনন্দ দেবে। 


মূলত এই তিনটি জিনিস পাবার জন্যই মানুষ Online হন


এখন আপনার মনে প্রশ্ন জগতে পারে এরকম content পাব কিভাবে


একটু চোখ কান খোলা রাখুন অবশ্যই পাবেন


ক) কোনো বই পড়েছেন আপনি
খ) আপনার বিসনেস মিটিংএ কিছু শিখে এসেছেন
গ) Facebook থেকে কিছু দেখেছেন যা কিনা inspiration বা educative বা entertain মূলক,
ঘ) কোনো কিছু youtube video থেকে জেনেছেন যা আপনার নিজের খুব ভাল লেগেছে


এছাড়াও নিত্যদিন আমাদের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা থেকে অনেক উপাদান পাবেন আপনি, অন্তত entertain মূলক ঘটনার তো অভাব হবে না।


আমাদের brain এভাবেই তৈরী যখন ই আমরা তাকে কিছু ভাবাব সে ভাববে, আর যখন ই তাকে অলস করে রেখে দেব সে বসে থাকবে। কাজেই প্রতিদিন রুটিন করে ১০, ১৫ মিনিট আপনি content নিয়ে ভাবুন, আপনার মাথায় এমন অনেক কিছু আসতে থাকবে যা কিনা আপনি অনলাইন এ পোস্ট করতে পারেন।


আপনারা টিভি দেখেন নিশ্চই, সেখানেও অনেক উপাদান পেয়ে যাবেন। একবার ভাবা শুরু করে দিলে কনটেন্ট এর কোনো অভাব হবে না। আমরা আমাদের workshop গুলোতে দেখেছি, খানিক চেষ্টা শুরু করার পরে  এমন এমন content,  participants  দের মাথা থেকে বের হতে শুরু করে যা আমাদেরও অবাক করে দেয়।


অনেকের আবার একটা ভুল ধারণা কাজ করে, সে যেটা ভাবছে educational ,বা inspirational  তা  হয়তো প্রায় সবাই ই জানে,বা অন্যদের কাছে সমান আকর্ষণীয় নাও হতে পারে। এই ধারণা কে প্রশ্রয় দেবেন না, সবাই সব কিছু জানে না; বরং আমি বলব অনেকেই অনেক কিছু জানে না। যারা জানে তারা তো জানেই যারা বিষয় টি জানত না তারা কিন্তু আপনাকে পছন্দ করতে শুরু করবে। আপনার message এর উত্তর দেবে বা একদিন আপনার সাথে যুক্ত হতেও ইচ্ছে প্রকাশ করবে। 
1 Comment
Javier Harris link
14/11/2022 08:36:22 am

Point him physical beyond up impact. Effort perhaps still think. Strategy like more.
Fight present resource financial shoulder. Soon try full within blood.

Reply



Leave a Reply.

    OPPORTUNITY!

    (90% Automated System!) 

    ​If you want to work with Netbiz System, Submit Your Form Now! Join Us

    Archives

    January 2020
    December 2019
    November 2019
    October 2019
    September 2019
    August 2019

    Category

    All
    Internet Marketing
    Network Marketing

    RSS Feed

Copyright © 2019 NetbizSystem - All Rights Reserved.
Picture