একটা সময় ছিল যখন মানুষ Network Marketing Business শুধুমাত্র offline এই করতো অর্থাৎ নিজের চেনাজানা পরিমণ্ডলের মধ্যেই সে products sell করত এবং Business opportunity share করত।
গত ১০০ বছর ধরে Network Business এভাবেই হয়ে এসেছে। কিন্তু internet এর প্রসার বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ধারণা বদলাতে শুরু করে। গত কয়েক বছরে বিদেশে internet ব্যবহার করে MLM Business করা এতটাই popular হয়ে গেছে যে Network Business এ সফল মানুষের সংখ্যাও বাড়তে শুরু করেছে। একাধিক 7 figures earner রয়েছেন যারা কিন্তু Network Business টা করেন মূলতঃ online mode ব্যবহার করেই। আমাদের মতো দেশগুলিতেও আস্তে আস্তে online networking এর প্রবণতা বাড়ছে। Online Network Marketing Business করা তুলনামূলক সহজ এবং তা অনেক দ্রুতও করা যায়। এখানে মনে রাখা প্রয়োজন অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং বিসনেস কিন্তু আলাদা কোনো বিসনেস নয়, আপনি যে কোম্পানির সাথে যুক্ত আছেন যেটা এতদিন অফলাইনে এ করে আসছেন সেই বিসনেসটাই এখন অনলাইন এ করবেন। অনলাইন এ নেটওয়ার্ক মার্কেটিং বিসনেস করার advantages এবং disadvantages এর কথা আজ আমি এখানে বলবো। সুবিধা ( Advantages ) ১) পৃথিবীর প্রায় ৫০% মানুষ আজ ইন্টারনেট ব্যবহার করেন। ফলে prospects বা customer দের কাছে পোঁছানো এখন অনেক সোজা যে কোনো মানুষের পক্ষে ২) আপনি এক জায়গায় বসে দেশের এমন কি পৃথিবীর নানা জায়গায় আপনার Business বাড়িয়ে নিতে পারবেন ৩) আপনার চেনাশোনা মানুষের একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু online এ আপনি পৌঁছে যেতে পারেন এমন মানুষের সংখ্যা অগণিত, ফলে আপনার সম্ভাব্য customer বা prospects offline এর থেকে কয়েক লক্ষগুণ বেশি এখানে ৪) যেহেতু আপনাকে movement কম করতে হচ্ছে সেহেতু আপনার initial খরচও কম ৫) Network Marketing Business এর এক মস্ত বড় অসুবিধা হলো team members দের বসে যাওয়া, একথা সকলেই মানবেন। কিন্তু online এ যখন আপনি meeting ইত্যাদি করা শুরু করবেন, আপনার সেই members দের থেকে যাবার অর্থাৎ retention এর সম্ভাবনা বহুগুন বেড়ে যাবে ৬) আপনার চেনা পরিচিত জনেরা আপনার অতীত জানে, আপনাকে সবসময় তারা as a Business owner হিসাবে দেখে না বা গুরুত্ব দেয় না ( অনেকেই এই সমস্যায় ভোগেন), online এ কিন্তু যাদের আপনি Business proposal দিচ্ছেন তারা আপনার অপরিচিত, আপনার অতীত তাদের জানা নেই,ফলে আপনি অনেক বেশি সমীহ আদায় করতে পারবেন, যা কিনা আপনার Business এ অনেক সাহায্য করবে অসুবিধা ( Disadvantages) ১) Online mode এ relationship build up, offline এর তুলনায় একটু কমই হয়,ফলে যত দ্রুত আপনি offline এ একজনের মনের মধ্যে ঢুকে যেতে পারেন অনলাইন এ ততটা তাড়াতাড়ি হয় না ২) আপনার team এর সবাই online এ অতটা অভ্যস্ত নাও হতে পারেন এই দুটি অসুবিধা কে সহজেই জয় করে নেওয়া যায়, কিভাবে তা আপনি করতে পারবেন আমি পরের post গুলি তে লিখবো। তার আগে আমাকে অবশ্যই লিখে জানান এই post সম্বন্ধে আপনার মন্তব্য (comments).
1 Comment
|
OPPORTUNITY!(90% Automated System!) Archives
January 2020
Category |
Copyright © 2023 NetbizSystem - All Rights Reserved.