5 Things You Should Know Before Doing MLM Business Onlineগত post এ আমরা জেনেছিলাম Network Marketing Business Online এ করার কি কি সুবিধা/অসুবিধা আছে।আজ আমরা জানাব ইন্টারনেট এর সাহায্যে নেটওয়ার্ক মার্কেটিং বিসনেস করতে গেলে কি কি বিষয় জানা অবশ্যই প্রয়োজন। ১) শুধুমাত্র Network Marketing Business ই নয়, যেকোনো Business শুরু করার আগে যেটা সবচাইতে আগে প্রয়োজন তা হলো উপযুক্ত Mindset. প্রত্যেক ব্যবসার আলাদা আলাদা ধরণ আছে আর তার জন্য প্রয়োজনীয় mindset ও ভিন্ন ভিন্ন । নেটওয়ার্ক মার্কেটিং বিসনেস অনলাইন শুরু করার জন্য সর্বাগ্রে যে mindset আপনাকে বানাতে হবে তা হলো আপনার বিশ্বাস। আপনাকে বিশ্বাস করতে হবে অনলাইন এর মাধ্যমে Network Business বাড়ান সম্ভব। কেন আমি একথা বলছি একটু বুঝিয়ে বলা দরকার। আপনি যাদের সাথে নেটওয়ার্ক বিসনেস বর্তমানে করছেন মানে আপনার upline , sideline , downline প্রায় প্রত্যেকেই কিন্তু offline জগতের মানুষ। তাদের সঠিক ধারণা নেই অনলাইন এ কাজ টা কিভাবে হতে পারে। তারা হয়তো আপনাকে নিরুৎসাহ করতে পারেন, কিন্তু আপনাকে আপনার বিশ্বাস অটুট রাখতে হবে। ২) দ্বিতীয় জিনিস টি হল আপনার শেখার ইচ্ছা। Digital দুনিয়া আলাদা কিছু নয়, আমাদের মত মানুষদের নিয়েই তৈরী, কিন্তু এই দুনিয়ার নিজস্ব কিছু নিয়ম কানুন আছে সেটা আপনাকে শিখে নিতে হবে। উদাহরণ দিয়ে বললে বিষয়টি বুঝতে সুবিধা হবে।ধরুন আপনি Online এ through Facebook বিসনেস বাড়াবার চেষ্টা করছেন। সেখানে প্রথমেই আপনাকে জানতে হবে কি কি আপনার timeline এ পোস্ট করবেন, আর কি কি করবেন না। এমন কি আপনার profile picture টা কেমন হওয়া উচিত, সেটাও আপনার জানা দরকার। আপনি যখন এগুলো শিখে নেবেন দেখবেন আপনার নতুন team members বাড়ান আর কোনো সমস্যাই হচ্ছে না, বিপরীতে যদি আপনি আন্দাজে আন্দাজে post করতে থাকেন, তাহলে কোনো লাভের লাভ তো হবেই না উল্টে Facebook একদিন আপনার account টাই cancel করে দিতে পারে।আপনার শেখার ইচ্ছেটাই প্রাথমিক ভাবে জরুরি। ৩) প্রতিদিন খানিক সময় কম্পিউটার এ বসার অভ্যাস আপনাকে করতে হবে।সব কাজ কিন্তু আপনার মোবাইল থেকে হবে না।আপনার মোবাইল আর ইন্টারনেট কানেকশন থেকে অনেক কাজ আপনি করে নিতে পারবেন, কিন্তু সব কাজ হবে না। কম্পিউটার এ এখনই বসতে হবে না, কিন্তু কম্পিউটার এ বসার mindset টা তৈরী রাখতে হবে ৪) একটা কথা খুব ভাল করে বুঝে নিতে হবে আপনাকে। Online mode এ বিসনেস করছেন ঠিক আছে কিন্তু তা offline method কে বাদ দিয়ে নয়। আপনাকে প্রয়োজনে মানুষের সাথে সাক্ষাৎ করতে হবে। Online এর দৌলতে প্রচুর leads আপনি পাবেন কোন সন্দেহ নেই, কিন্তু অনেকে হয়তো আপনার সাথে দেখা করতে চাইতে পারেন। তাছাড়া কোম্পানি seminar / hall presentation গুলোতে যে পরিমান excitement আমরা পাই তা কিন্তু facebook live বা zoom call এ সম্ভব হবে না, ফলে time to time আপনাকে এই ধরণের meetings গুলো attend করতেই হবে। ৫) আপনি তিন ভাবে ইন্টারনেট কে use করতে পারেন আপনার Business build up করার জন্য, ক) Website বানিয়ে তার মাধ্যমে, খ) Facebook এর মাধ্যমে, গ) Youtube এর মাধ্যমে। আপনাকে এর যেকোনও একটা পদ্ধতি initially বেছে নিতে হবে। যখন আপনি expert হয়ে যাবেন, তখন আপনি একসাথে তিনটে পদ্ধতিই ব্যবহার করতে পারবেন।কিন্তু শুরুতে যেকোনো একটা বাছতে হবে আপনাকে। অনলাইন এর মাধ্যমে নেটওয়ার্ক মার্কেটিং বিসনেস করার জন্য শুরুতেই এই ৫ টি বিষয় বুঝে নেওয়া খুব দরকার।প্রত্যেকটি পদ্ধতি কিভাবে কাজ করে তা আমি পরের পোস্ট গুলোয় বলব, কিন্তু তার আগে comment box এ লিখে জানান এই পোস্ট টি আপনাদের কেমন লাগল। কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে সরাসরি mailও করতে পারেন।
2 Comments
mehadi
24/6/2020 04:36:16 am
khub balo laglo. method gulo kaje lagabo.
Reply
Abu bakar Rana
20/9/2021 09:03:23 am
অবশ্যই লাগবে স্যার
Reply
Leave a Reply. |
OPPORTUNITY!(90% Automated System!) Archives
January 2020
Category |
Copyright © 2023 NetbizSystem - All Rights Reserved.