5 Golden Rules1) Keep Everything Simple - Network Marketing সত্যি সত্যিই খুব simple business. অহেতুক এটিকে জটিল করার কোনো মানেই হয় না। খেয়াল করে দেখবেন যারা যারা সফল হয়েছেন এই business এ তারা খুব বেশি অহেতুক বুদ্ধি খরচ করতে যান নি। তারা just system কে follow করেছেন। Business এর মূল মন্ত্রই দাঁড়িয়ে আছে তিনটি স্তম্ভের উপর: Understand - Business কে বুঝুন Share - অন্যদের সাথে শেয়ার করুন Duplicate - আপনার team members দের একই কাজ করতে শেখান ব্যাস এই তিনটে জিনিস রপ্ত করুন, business এ আপনি success পাবেনই। 2) Develop Your Skill - নিজের স্কিল বাড়িয়ে ফেলুন। অহেতুক অহমিকায় ভুগলে কোনোদিন নিজের স্কিল বাড়াতে পারবেন না।প্রতিদিন নিজেকে আরো উন্নত করে ফেলুন। Attitude , leadership , communication এই তিনটে স্কিল বাড়ানোর উপর জোর দিন।অনেক ভাল ভাল বই, training materials available আছে। সেগুলির সঠিক প্রয়োগ করুন। 3) Consistency is Key - ধারাবাহিকতা এই business এর অন্যতম মূল মন্ত্র।একদিনে ৭ ঘন্টা খরচ করার পরিবর্তে প্রতিদিন ১ ঘন্টা করে ব্যয় করুন। প্রতিদিন business এর জন্য কিছু একটা করুন, অন্তত একজন মানুষের সাথে কথা বলুন, সে আপনার পরিচিত মানুষও হতে পারে অথবা social media তেও হতে পারে। প্রতিদিন এক ঘন্টা কাজ আর প্রতিদিন একজন মানুষের সাথে business share করা, এদুটিকে compulsory বানিয়ে ফেলুন। 4) Use your company 's products - নিজের company র products যখন use করবেন তখন business সম্বন্ধে এক দারুন confidence আপনার মধ্যে কাজ করবে। যখন অন্যদের সাথে কথা বলবেন, মনের মধ্যে একটা প্রত্যয় কাজ করবে। আপনার prospects /customers কিন্তু আপনার চোখে আপনার প্রত্যয় পড়তে পারবে। আপনার কাজ সহজ হয়ে যাবে। তাছাড়া আপনি যখন সেটা করবেন, আপনার team members রাও সেটাই করবে, ফলে আপনার team এর business volume অনেক বেড়ে যাবে। যেকোন সফল নেটওয়ার্কের দের আপনি জিজ্ঞাসা করে দেখুন, তারা সবাই প্রতি মাসে কোম্পানির products use করেছেন। এমন একজনও successful network marketer খুঁজে পাবেন না, যিনি company র products নিয়মিত use না করেই successful হয়ে গেছেন। 5) Attend Every Events- যত events হচ্ছে আপনার কোম্পানি র attend করুন, চেষ্টা করুন একটাও বাদ না দিতে।আপনি events attend করলেই আপনি successful হবেন এটা আমি বলতে পারছি না, কিন্তু events attend না করলে যে আপনি successful হবেন না, সেটা আমি নিশ্চিত করে বলতে পারি। তাহলে ৫ টি Golden Rules পর পর লিখলে যা দাড়ায় তা হলে ১) Keep it simple ২ ) Develop your skill ৩) Be consistent ৪) Use your company 's products ৫) Attend every event এই ৫ টি Golden Rules আপনিও follow করুন আপনার team members দেরও follow করতে শেখান।
0 Comments
Leave a Reply. |
OPPORTUNITY!(90% Automated System!) Archives
January 2020
Category |
Copyright © 2023 NetbizSystem - All Rights Reserved.