• VIP
  • Shortsbundle
  • VIP
  • Shortsbundle
Search by typing & pressing enter

YOUR CART

15/10/2019 0 Comments

5 Psychological Triggers for MLM Business

Picture

MLM Business এর সাফল্য বা ব্যর্থতা আপনার চিন্তা ভাবনার সাথে সরাসরি ভাবে যুক্ত। 


আপনার ভিতরের মানুষটাকে যতক্ষন না আপনি Network Marketing Business (or MLM) এর উপযুক্ত করে তুলতে পারছেন ততক্ষন আপনার successও কিন্তু অনেকটা ধীরেই হবে।

তাই আপনাকে বুঝতে হবে কি কি psychological triggers আপনার মধ্যে গড়ে তুলতে হবে যাতে কিনা আপনি সব দিক দিয়ে সবসময় মানসিকভাবে এই business এর জন্য প্রস্তুত থাকেন:



1) Psychological  Trigger  One  -     


Entrepreneur Mindset - দুর্ভাগ্যের হলেও একথাটা সত্যি যে আমরা শতকরা নব্বই ভাগ মানুষ employee mindset  নিয়ে বেড়ে উঠি।

ছেলেবেলা থেকে চাকরী করার কথা এতবার শুনি যে কোথাও একটা চাকরিজীবীর মানসিকতা গড়ে যায়। কিন্তু Network  Marketing একটি business,চাকরি নয়।

তাছাড়া এখানে আপনাকে উৎসাহ দেওয়ার লোক থাকলেও বকা দেবার লোক বিশেষ নেই, আপনি দিনের পর দিন কাজ না করলেও কেউ আপনাকে হয়তো কিছুই বলবে না।

যখন আপনি আপনার নিজের mindset কে entrepreneur mindset এ নিয়ে যেতে পারবেন তখন দেখবেন আপনি নিজেই নিজের রোজনামচা ঠিক করে ফেলছেন, কারোর উপর আপনাকে নির্ভর করে থাকতে হচ্ছে না।এটি সর্বাগ্রে  দরকার।



2) Psychological  Trigger  Two-    


Strengthen  Your  Belief  System  - আপনার ব্যবসা নির্ভর করবে আপনার belief system এর উপর।

শুধু নেটওয়ার্ক ব্যবসা কেন জীবনে যা কিছু কেউ পায়, তা পায় তার belief system বা বিশ্বাস এর উপর নির্ভর করে । যে ছেলেটি বিশ্বাস করে ডাক্তার হতে পারবে, সেই হতে পারে অন্যরা পারে না, যে মানুষটি বিশ্বাস করে সে কোটিপতি হতে পারবে সেই কোটিপতি হয় অন্য কেউ পারে না।
   
এখানে আপনাকে দুটো জিনিসের উপর বিশ্বাস রাখতে হবে


১) নিজের উপর
২) বিসনেস সিস্টেম এর উপর



নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতি আপনার বিশ্বাস বা আস্থা যদি ১ শতাংশও কম থাকে এই ব্যবসায় কিন্তু আপনি চূড়ান্ত সাফল্য পাবেন না।


3) Psychological  Trigger Three  -


Helping  Attitude  - নেটওয়ার্ক মার্কেটিং পৃথিবীর একমাত্র ব্যবসা যেখানে helping  attitude বা সাহায্য করার মানসিকতা ছাড়া সফল হওয়া যায় না।

আপনি যদি অন্যকে সাহায্য করার মানসিকতা না রাখেন তাহলে এই business এ সফল হওয়া কঠিন।

অনেক mlm leadersরা পরবর্তী কালে হারিয়ে গেছেন,এই একটিমাত্র কারণেই। অন্যকে সাহায্য করার মানসিকতা থেকে তারা সরে এসেছিলেন। অন্যকে Help  করার মানসিক গঠন কিন্তু আপনাকে প্রথম থেকেই রপ্ত করে ফেলতে হবে।



4)  Psychological  Trigger  Four -   


Realistic  Dream - বাস্তব সম্মত স্বপ্ন আপনাকে দেখতেই হবে। যারা স্বপ্ন দেখতে জানেন না, তারা সফলও হন না। Network  Marketers রা সাধারণতঃ খুব সাধারণ ঘর থেকেই উঠে আসেন, ফলে অনেকেই স্বপ্ন দেখার সাহস দেখতে পারেন না, কিন্তু যাদের মানসিকতায় সেই স্বপ্ন দেখার প্রবণতা রয়েছে তারা দেখবেই, আর যারা স্বপ্ন দেখবে তারাই তা অর্জন করবে, যারা দেখবে না তারা কখনোই তা অর্জন করবে না।

​সেই প্রাচীন  প্রবাদ টা এখানে খুব উপযোগী-  ছেঁড়া কাঁথায় শুয়ে লক্ষ টাকার স্বপ্ন  দেখা; Network  Marketer রা কিন্তু তাই দেখেন।



5) Psychological  Trigger Five-   


Unnecessary  Ego  to  be    Avoided - আপনি যদি egoist  হন, নিজেকে অন্যের কাছে মেলে ধরতে কুন্ঠা বোধ করেন, তবে কিন্তু এই ব্যবসায় আপনি একটু পিছিয়ে পড়বেন।

Ego খারাপ জিনিস নয়, ego থাকা ভাল, কিন্তু কিছু ক্ষেত্রে সেটাকে পরিত্যাগ করার মানসিকতা আপনাকে রাখতেই হবে।

আমি যদি ভাবি, আমি writer ,বই লিখি, প্রচুর শিক্ষাগত যোগ্যতা আমার, আমি কেন অন্য মানুষের কাছে গিয়ে business  opportunity বা products  নিয়ে approach  করবো, তাহলে কিন্তু আমার এই business  হবে না।

এই approach করাটাই এই business  এর অঙ্গ, ওটাই আমাকে করতে হবে।এই চরম সত্য তা প্রথমেই বুঝে নেওয়া দরকার।আর এটা বুঝলেই আমি এই business করতে পারব।



আপনি নিজেকে যাচাই করে দেখুন, উপরের ৫ টা psychological triggers
 এ কোথাও কি আপনার ঘাটতি আছে বলে মনে হচ্ছে? তাহলে সেটাকে পাল্টাতে হবে আপনাকে।যত তাড়াতাড়ি  সম্ভব।
​
0 Comments



Leave a Reply.

    OPPORTUNITY!

    (90% Automated System!) 

    ​If you want to work with Netbiz System, Submit Your Form Now! Join Us

    Archives

    January 2020
    December 2019
    November 2019
    October 2019
    September 2019
    August 2019

    Category

    All Internet Marketing Network Marketing

    RSS Feed

Copyright © 2023 NetbizSystem - All Rights Reserved.
Photos from Ivan Radic (CC BY 2.0), Rawpixel Ltd, davidstewartgets, Anarchimedia, shixart1985, JoanDragonfly, make65, BitsFromBytes, Rawpixel Ltd, Ivan Radic