Bengali Portal for Internet and Networkl Marketing Business
Join Us On
  • Home
  • Online Business
  • Leadsark Reviews
  • Network Marketing Course
  • training
  • Videos
  • Blog
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer

7 Social Media Tips for Network Marketers

29/9/2019

0 Comments

 
Picture

১) Personal Profile এ নিজের picture ই ব্যবহার করুন। People do business with people - তাদের সাথেই মানুষ ব্যবসা করতে চায় যাদের তারা like করে, trust করে। অন্য কারোর ছবির আড়ালে নিজেকে লুকিয়ে রাখলে মানুষ আপনাকে ভরসা করবে কিভাবে?

Profile Picture হতে হবে নিজের,এবং তা হবে professional, এবং একটা smiling approach যেন picture এর মধ্যে থাকে।



২) নিজের Workplace ( company র নাম, products এর নাম ইত্যাদি) কখনও লিখবেন না। Company র website link ও কোথাও use  করবেন না, অনেক এ আবার নিজের নামের সাথে কোম্পানি র নাম জুড়ে দেন বা mlm , networker এই সব শব্দ গুলিও ব্যবহার করেন। এটা সবচাইতে বড় ভুল। 


৩) Social  Media  sales করার platform নয়,- এই সাধারণ কথাটাই অনেক মানুষ বুঝতে চায় না, ফলে তাদের কোনোদিন Social  Media থেকে business আসেও না, বিক্রি করা বন্ধ করুন, বরং গল্প বলার চেষ্টা করুন, ছোট ছোট কোথায় নিজেকে প্রকাশ করতে শিখুন।

Stop selling start story telling.



৪) Network  Marketing  Business হল lifestyle  business । মানুষ আপনাকে happy দেখতে চায়, সুখী দেখতে চায়, নিজের সুখের মুহূর্ত গুলো share করুন অন্যদের সাথে,মানুষ আপনাকে like করবে, trust  করবে।


৫) প্রতিদিন অন্তত ৫ জন নতুন মানুষের সাথে social mediaয় যোগাযোগ করার চেষ্টা করুন।একটা common interest  নিয়ে তাদের সাথে সম্পর্ক গড়ুন , message করুন।

CLAM  Theory  follow  করুন।


Comment 
Like 
Add 
Message



৬) আপনি যখন ই কাউকে opportunity র কথা বলবেন, products এর কথা বলবেন, তাদের privately  message করুন।তাদের timeline এ লিখবেন না। 


Personal  Message  = Big  Recruitment 


৭) Facebook এ নিয়মিত post করুন ।আমি কখনোই বলব না সারাদিন facebok  খুলে বসে থাকুন, কিন্তু post  ইত্যাদি যাতে নিয়মিত হয়, সেটা দেখতে হবে,  হটাৎ হটাৎ করে এসে post  করে চলে গেলেন সেটা যাতে না হয়। অন্যেরা যোগাযোগ করার চেষ্টা করলে তারা যাতে আপনাকে পায় সেটা ensure করতে হবে।


  
সোশ্যাল মিডিয়া তে কি কি করা উচিত নয় সেটা নিয়ে আরেকটা post  আমি লিখব, সেটা পড়তে এই website  টিকে আপনার কম্পিউটার এ bookmark  করে রাখুন। 

​    
0 Comments



Leave a Reply.

    OPPORTUNITY!

    (90% Automated System!) 

    ​If you want to work with Netbiz System, Submit Your Form Now! Join Us

    Archives

    January 2020
    December 2019
    November 2019
    October 2019
    September 2019
    August 2019

    Category

    All
    Internet Marketing
    Network Marketing

    RSS Feed

Copyright © 2019 NetbizSystem - All Rights Reserved.
Picture