আজকের Topics কিভাবে আপনি এক বছরের মধ্যে আপনার নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার জন্য 2000 মানুষের লিস্ট বানিয়ে ফেলতে পারবেন। আর এই কাজে আপনাকে সাহায্য করবে ফেসবুক
ইতিমধ্যে আমরা ফেসবুক এর মাধ্যমে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করার অনেকগুলি ভিডিও পাবলিশ করেছি এবং আপনারা জেনেছেন কীভাবে প্রোফাইল বানাতে হবে কি পোস্ট করতে হবে কি কি করতে হবে না ইত্যাদি
আশা করছি আপনারা সে সমস্ত step গুলো ইতিমধ্যে নিয়ে ফেলেছেন
মানে নিজের প্রোফাইল সঠিক করে ফেলেছেন 10-6-2 রুল ফলো করে পোস্ট করা শুরু করে দিয়েছেন
আর যদি এখনও না করে থাকেন তাহলে এখনি করা শুরু করে দিন
ফেসবুক হচ্ছে হাজার হাজার মানুষের যোগাযোগের মাধ্যম। কিন্তু তাকে যেরকমভাবে খুশি ব্যবহার করলে চলবে না।
বেশিরভাগ মানুষই এগুলি জানেন না বা বোঝেন না ফলে তারা একে ওকে ফেসবুকে ইনভাইট করে ফেলেন যার ফলস্বরূপ কোন ভাল রেজাল্ট তো পানই না উল্টে বহু মানুষ তাদের আনফ্রেন্ড করে দেন এমনকি ফেসবুক থেকে একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এরকম উদাহরণও মেলা আছে
ফেসবুকের মাধ্যমে 2000 মানুষের লিস্ট বানানোর জন্য যে পদ্ধতি আমরা ব্যবহার করব তার নাম CLAM method
এবার আমি এই মেথডটি বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করব
ফেসবুকের মাধ্যমে যদি recruit করতে চান আপনার প্রাথমিক টার্গেটই হবে প্রতিদিন facebook এ অন্তত 5 জন নতুন মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা।
প্রথমে এই 5 জনের সাথে প্রতিদিন যোগাযোগ স্থাপন কঠিন মনে হলেও একবার এই Clam মেথড জেনে নিলে আপনার কাছে তা সহজ হয়ে যাবে
সবার মনে একটা প্রশ্ন কাজ করে
প্রতিদিন আমি পাঁচজন নতুন মানুষ পাব কোথায়
5 জন নতুন মানুষকে প্রতিদিন পাওয়ার সহজতম রাস্তা হচ্ছে ফেসবুক গ্রুপ
আপনারা নিশ্চয় খেয়াল করেছেন ফেসবুকে বিভিন্ন বিষয়ের উপর একাধিক গ্রুপ থাকে কোন কোন গ্রুপে তো লক্ষাধিক মেম্বার থাকেন আপনার অত দরকার নেই মোটামুটি ভাবে 1000 এর উপর মেম্বার আছে এরকম কিছু গ্রুপে আপনি জয়েন করুন
আমি একটি ভিডিওতে আগে বলেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে কখনোই কোন নেটওয়ার্ক মার্কেটিং group, MLM গ্রুপ এই জাতীয় গ্রুপে জয়েন করবেন না।
জয়েন করবেন সেই সব গ্রুপে যেখানে আপনার সেই বিষয় সম্বন্ধে আগ্রহ আছে। আমি নিজেই ব্যক্তিগতভাবে ট্রাভেলিং পছন্দ করি বলে প্রথমেই আমি এই ধরনের গ্রুপে জয়েন করি।
আপনার যে বিষয়ে আগ্রহ আছে দেখবেন সেই বিষয়ে নিশ্চয়ই অনেক গ্রুপ ফেসবুকে রয়েছে যেসব গ্রুপের মেম্বার সংখ্যা এক হাজার বা তার অধিক সেখানে আপনি জয়েন করে যান।
এবার শুরু হবে গ্রুপে কমেন্ট এবং লাইক করা
CLAM এর প্রথম দুটি লেটারিং হল Cএবং L
C stands for Comment on a post
And
L stands for Like a post
সব গ্রুপে প্রতিদিনই অনেকেই অনেক কিছু পোস্ট করেন
আপনার কাজ হবে সেই সমস্ত পোষ্টে comment এবং like করা
যেমন ধরুন তাকে কমপ্লিমেন্ট দিন post টাকে ভাল বলুন সেই পোস্টটা যদি হেল্প ফুল হয় সেটা জানান যদি আপনার কোন কাজে লেগে থাকে সেটাও জানান
প্রশ্নও করতে পারেন,
আমি যখন কোন ট্রাভেলিং গ্রুপে ভালো পোস্ট পাই তা কমপ্লিমেন্ট করার সাথে সাথে আরো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে সেই প্রশ্নটাও লিখে দি
এইভাবে কয়েকবার তার পোস্টে কমেন্ট করার পর আমার পরের কাজ হলো তাকে Add করা
আমার ফ্রেন্ড লিস্টে তাকে যোগ করা এটি হলো A
A → Add the person who posted as a friend
এরপর M
M → Message the person you added and introduce yourself
তিনি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করলে এবার আপনার কাজ তাকে মেসেজ করা
একদম সিম্পল মেসেজ জাস্ট বলা আমিও আপনার সাথে অমুক গ্রুপে আছি আপনার পোস্টগুলো খুব ভালো লাগে আমাদের ইন্টারেস্ট কমন আপনি আমার ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য ধন্যবাদ
দেখুন পুরো পদ্ধতির মধ্যে তাকে কোথাও আমরা নাতো বিজনেস এর কথা বলেছি নাতো কোন কিছু সেলস করতে চেয়েছি খুব সিম্পল একটা প্রসেস এর মধ্যে দিয়ে আমরা এক নতুন বন্ধু যোগ করেছি
তার সাথে ভবিষ্যতে আমাদের কথাবার্তা হতে থাকবে তখন আমরা নিজেদেরকে introduce করব নিজের বিজনেস এর কথা বলব এবং ইনভাইট করবো কোন একটা প্রোগ্রামএ
এই পদ্ধতি অনুসরণ করে প্রতিদিন যদি কুড়িটি কমেন্ট করতে পারেন আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন তাহলে দেখবেন অন্তত পাঁচজন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করছে কারণ আপনার নামটা তার already চেনা
গ্রুপে আপনার অনেকগুলো কমেন্ট তিনি already পড়েছেন
প্রতিদিন 5 জন নতুন বন্ধু বানাতে পারলে মাসে সংখ্যাটা দেড়শ অর্থাৎ বছরে প্রায় 2000 দাঁড়ায়।
আপনি ভাবুন 2000 strangers এর লিস্ট আপনাকে বানাতে বললে আপনি কখনোই বানাতে পারবেন কিনা
ফেসবুকে কত সহজে আপনি তা বানিয়ে ফেলছেন
আর এই দুই হাজার জনের যদি ওয়ান পার্সেন্ট আপনার বিজনেস এ আসেন তাহলে কতজনকে আপনি direct sponsor করতে পারবেন একবার ভাবুন
এটি অত্যন্ত ফলপ্রসূ মেথড এবং যদি ধৈর্য সহকারে সঠিকভাবে প্রতিদিন আধঘন্টা এই কাজটা করে যেতে পারেন তাহলে আপনাকে আর কখনোই বলতে হবে না কাকে জয়েন করাব ? লোক কোথায় পাব?
আজকের টিপস
Prospectsদের আপনার failure এর কথাও বলবেন তারা কিন্তু ফেইলুরে এর কথাও খুব interest নিয়ে শোনেন আপনার সাথে তাকে লিঙ্ক করে নিতে পারেন।
আমার লেখা যে বইটি আজ সবচাইতে বেশি বিক্রি হয় সেই বইটা কিন্তু পাবলিশার্স প্রথমে রিজেক্ট করে দিয়েছিল। আমি যখন কারোর সাথে বিজনেস এর কথা বলি তাকে এই উদাহরণটা দিতে ভুলি না।
ইতিমধ্যে আমরা ফেসবুক এর মাধ্যমে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করার অনেকগুলি ভিডিও পাবলিশ করেছি এবং আপনারা জেনেছেন কীভাবে প্রোফাইল বানাতে হবে কি পোস্ট করতে হবে কি কি করতে হবে না ইত্যাদি
আশা করছি আপনারা সে সমস্ত step গুলো ইতিমধ্যে নিয়ে ফেলেছেন
মানে নিজের প্রোফাইল সঠিক করে ফেলেছেন 10-6-2 রুল ফলো করে পোস্ট করা শুরু করে দিয়েছেন
আর যদি এখনও না করে থাকেন তাহলে এখনি করা শুরু করে দিন
ফেসবুক হচ্ছে হাজার হাজার মানুষের যোগাযোগের মাধ্যম। কিন্তু তাকে যেরকমভাবে খুশি ব্যবহার করলে চলবে না।
বেশিরভাগ মানুষই এগুলি জানেন না বা বোঝেন না ফলে তারা একে ওকে ফেসবুকে ইনভাইট করে ফেলেন যার ফলস্বরূপ কোন ভাল রেজাল্ট তো পানই না উল্টে বহু মানুষ তাদের আনফ্রেন্ড করে দেন এমনকি ফেসবুক থেকে একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এরকম উদাহরণও মেলা আছে
ফেসবুকের মাধ্যমে 2000 মানুষের লিস্ট বানানোর জন্য যে পদ্ধতি আমরা ব্যবহার করব তার নাম CLAM method
এবার আমি এই মেথডটি বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করব
ফেসবুকের মাধ্যমে যদি recruit করতে চান আপনার প্রাথমিক টার্গেটই হবে প্রতিদিন facebook এ অন্তত 5 জন নতুন মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা।
প্রথমে এই 5 জনের সাথে প্রতিদিন যোগাযোগ স্থাপন কঠিন মনে হলেও একবার এই Clam মেথড জেনে নিলে আপনার কাছে তা সহজ হয়ে যাবে
সবার মনে একটা প্রশ্ন কাজ করে
প্রতিদিন আমি পাঁচজন নতুন মানুষ পাব কোথায়
5 জন নতুন মানুষকে প্রতিদিন পাওয়ার সহজতম রাস্তা হচ্ছে ফেসবুক গ্রুপ
আপনারা নিশ্চয় খেয়াল করেছেন ফেসবুকে বিভিন্ন বিষয়ের উপর একাধিক গ্রুপ থাকে কোন কোন গ্রুপে তো লক্ষাধিক মেম্বার থাকেন আপনার অত দরকার নেই মোটামুটি ভাবে 1000 এর উপর মেম্বার আছে এরকম কিছু গ্রুপে আপনি জয়েন করুন
আমি একটি ভিডিওতে আগে বলেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে কখনোই কোন নেটওয়ার্ক মার্কেটিং group, MLM গ্রুপ এই জাতীয় গ্রুপে জয়েন করবেন না।
জয়েন করবেন সেই সব গ্রুপে যেখানে আপনার সেই বিষয় সম্বন্ধে আগ্রহ আছে। আমি নিজেই ব্যক্তিগতভাবে ট্রাভেলিং পছন্দ করি বলে প্রথমেই আমি এই ধরনের গ্রুপে জয়েন করি।
আপনার যে বিষয়ে আগ্রহ আছে দেখবেন সেই বিষয়ে নিশ্চয়ই অনেক গ্রুপ ফেসবুকে রয়েছে যেসব গ্রুপের মেম্বার সংখ্যা এক হাজার বা তার অধিক সেখানে আপনি জয়েন করে যান।
এবার শুরু হবে গ্রুপে কমেন্ট এবং লাইক করা
CLAM এর প্রথম দুটি লেটারিং হল Cএবং L
C stands for Comment on a post
And
L stands for Like a post
সব গ্রুপে প্রতিদিনই অনেকেই অনেক কিছু পোস্ট করেন
আপনার কাজ হবে সেই সমস্ত পোষ্টে comment এবং like করা
যেমন ধরুন তাকে কমপ্লিমেন্ট দিন post টাকে ভাল বলুন সেই পোস্টটা যদি হেল্প ফুল হয় সেটা জানান যদি আপনার কোন কাজে লেগে থাকে সেটাও জানান
প্রশ্নও করতে পারেন,
আমি যখন কোন ট্রাভেলিং গ্রুপে ভালো পোস্ট পাই তা কমপ্লিমেন্ট করার সাথে সাথে আরো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে সেই প্রশ্নটাও লিখে দি
এইভাবে কয়েকবার তার পোস্টে কমেন্ট করার পর আমার পরের কাজ হলো তাকে Add করা
আমার ফ্রেন্ড লিস্টে তাকে যোগ করা এটি হলো A
A → Add the person who posted as a friend
এরপর M
M → Message the person you added and introduce yourself
তিনি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করলে এবার আপনার কাজ তাকে মেসেজ করা
একদম সিম্পল মেসেজ জাস্ট বলা আমিও আপনার সাথে অমুক গ্রুপে আছি আপনার পোস্টগুলো খুব ভালো লাগে আমাদের ইন্টারেস্ট কমন আপনি আমার ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য ধন্যবাদ
দেখুন পুরো পদ্ধতির মধ্যে তাকে কোথাও আমরা নাতো বিজনেস এর কথা বলেছি নাতো কোন কিছু সেলস করতে চেয়েছি খুব সিম্পল একটা প্রসেস এর মধ্যে দিয়ে আমরা এক নতুন বন্ধু যোগ করেছি
তার সাথে ভবিষ্যতে আমাদের কথাবার্তা হতে থাকবে তখন আমরা নিজেদেরকে introduce করব নিজের বিজনেস এর কথা বলব এবং ইনভাইট করবো কোন একটা প্রোগ্রামএ
এই পদ্ধতি অনুসরণ করে প্রতিদিন যদি কুড়িটি কমেন্ট করতে পারেন আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন তাহলে দেখবেন অন্তত পাঁচজন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করছে কারণ আপনার নামটা তার already চেনা
গ্রুপে আপনার অনেকগুলো কমেন্ট তিনি already পড়েছেন
প্রতিদিন 5 জন নতুন বন্ধু বানাতে পারলে মাসে সংখ্যাটা দেড়শ অর্থাৎ বছরে প্রায় 2000 দাঁড়ায়।
আপনি ভাবুন 2000 strangers এর লিস্ট আপনাকে বানাতে বললে আপনি কখনোই বানাতে পারবেন কিনা
ফেসবুকে কত সহজে আপনি তা বানিয়ে ফেলছেন
আর এই দুই হাজার জনের যদি ওয়ান পার্সেন্ট আপনার বিজনেস এ আসেন তাহলে কতজনকে আপনি direct sponsor করতে পারবেন একবার ভাবুন
এটি অত্যন্ত ফলপ্রসূ মেথড এবং যদি ধৈর্য সহকারে সঠিকভাবে প্রতিদিন আধঘন্টা এই কাজটা করে যেতে পারেন তাহলে আপনাকে আর কখনোই বলতে হবে না কাকে জয়েন করাব ? লোক কোথায় পাব?
আজকের টিপস
Prospectsদের আপনার failure এর কথাও বলবেন তারা কিন্তু ফেইলুরে এর কথাও খুব interest নিয়ে শোনেন আপনার সাথে তাকে লিঙ্ক করে নিতে পারেন।
আমার লেখা যে বইটি আজ সবচাইতে বেশি বিক্রি হয় সেই বইটা কিন্তু পাবলিশার্স প্রথমে রিজেক্ট করে দিয়েছিল। আমি যখন কারোর সাথে বিজনেস এর কথা বলি তাকে এই উদাহরণটা দিতে ভুলি না।