Bengali Portal for Internet and Networkl Marketing Business
Join Us On
  • Home
  • Online Business
  • Leadsark Reviews
  • Network Marketing Course
  • training
  • Videos
  • Blog
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer

নিজেকে লিডার গড়ে তুলবেন কিভাবে

9/4/2020

 
 Hello Friends
একটা প্রস্তাব আমি আপনাদের থেকে অনেকবার পেয়েছি বা অনেকের কাছ থেকে পেয়েছি সেটা হল লিডারশিপ এর ওপর একটা ভিডিও পাবলিশ করতে বলেছেন আপনারা ।
দেখুন Leadership itself is a very big chapter
এটা নিয়ে ভিডিও করতে গেলে অনেক কথা বলার থাকে কিন্তু ইউটিউব এর পরিসর স্বল্প তাই আমি কতগুলি পয়েন্ট ওয়াইজ গুণাবলীর কথা বলব যেগুলি একজন লিডার এর মধ্যে থাকা উচিত বা অন্যভাবে বললে বলা যায় এই গুণগুলো থাকলে বাকিরা আপনাকে লিডার হিসেবে গন্য করবে।
মোট 15 টি এমন গুন বা কোয়ালিটি আছে যা একজন মানুষকে ভালো লিডার তৈরি করে দেয়।
আজকের ভিডিওতে আমি প্রথম সাতটি এমন গুণের কথা বর্ণনা করব আর পরের ভিডিওতে অর্থাৎ part 2 তে আমি বাকি 8 টি leadership কোয়ালিটি বা একজন নেতৃত্বের যে যে গুণ থাকা উচিত সেগুলি আলোচনা করব

যারা আমাদের  চ্যানেলে  নিয়মিত  আসেন তারা তো জানেনই কিন্তু যারা আমাদের এই চ্যানেলটিতে প্রথমবার এসেছেন তাদেরকে বলছি এই চ্যানেলে আমরা  মার্কেটিং, পার্সোনাল ডেভলপমেন্ট এবং স্কিল ডেভেলপমেন্ট এর উপর একাধিক ভিডিও পাবলিশ করেছি এবং করছি
Before we proceed let us understand what is leadership
এক্ষেত্রে John C Maxwell এর দেওয়া definition টি আমার খুব পছন্দের
A leader is one who knows the way, goes the way, and shows the way.

তিনি জানেন কি করতে হয় তিনি সেটাই করেন আর তিনি সেই রাস্তাই বাকিদের দেখান।
ভারী সুন্দর একটি definition

এবার এক এক করে দেখে নি কি কি সেই গুন যা কিনা একজন লিডার নিজেরা ফলো করেন এবং বাকিদের ফলো করতে শেখান
প্রথম গুণটি হলো
Honesty and Integrity

United States এর 34 তম president Dwight D Eisenhower এক সময় বলেছিলেন
The supreme quality of leadership is unquestionably integrity. Without it no real success is possible wheather it is on a section gang, a football field, in an army, or in an office.
জীবনের যেকোনো field এই আপনি যদি লিডার হয়ে উঠতে চান তাহলে এই সততা সবার আগে নিজের মধ্যে রপ্ত করে নিতে হবে। inegrity হল সেই শততাকেই অভ্যেসে পরিণত করে নেওয়া।
দ্বিতীয় গুণটি হলো
Confidence অর্থাৎ আত্মবিশ্বাস
আপনার যদি নিজের সিদ্ধান্ত পছন্দ বা গুনগুলির ওপর নিজেরই দৃঢ় বিশ্বাস না থাকে তাহলে আপনার team এর member রা কখনই আপনাকে follow করবে না। You must be very much confident to gain the respects of your members..
কিন্তু কখনও আবার over confident হয়ে গেলে চলবে না

তৃতীয় গুণটি হলো
Inspire Others
একজন লিডার এর পক্ষে সম্ভবত সবচেয়ে কঠিন কাজটা হলো অন্যদের তাকে ফলো করান, অথচ তাকে যদি কেউ follow ই না করে তাহলে তিনি আর লিডার হলেন কিভাবে।
অন্যেরা তখনই আপনাকে ফলো করবে যখন আপনি তাদের inspire বা অনুপ্রাণিত করতে পারবেন।
John Quincy Adams বলেছিলেন
If your actions inspire others to dream more, learn more, do more and become more, you are a leader.

এবার আসি চতুর্থ গুনটির কথায়
Commitment and Passion

আপনার বিষয়ের উপর, কাজের উপর আপনি কতটা দায়বদ্ধ কতটা প্যাশনেট তার ওপর নির্ভর করবে আপনার টিমের লোকজন বা আপনার কাজের সাথীরা কতটা আপনাকে সম্মান করবে বা লিডার হিসেবে মান্য করবে। যদি তারা দেখে এক্ষেত্রে আপনার কোন গাফিলতি আছে তাহলে কিন্তু অন্যান্য গুণ থাকা সত্বেও আপনাকে লিডার হিসেবে তারা কখনোই মানবে না।
পঞ্চম গুণটি হলো
You must be a good communicator
এখানে অনেকে ভাবেন ভালো কম্মুনিকেটর হওয়া মানে ভালো বক্তা হতে হবে এটা কিন্তু একদমই ভুল ধারণা ভালো কমিউনিকেটর হতে গেলে যেটা হতে হয় সেটা হল আপনার নলেজ বা কোন বিষয় সম্বন্ধে আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কারভাবে আপনি বাকিদের সামনে কতটা তুলে ধরতে পারছেন ।
যখনই আপনি সেটা পরিষ্কারভাবে তুলে ধরতে পারবেন আপনি দেখবেন অটোমেটিক্যালি বাকিরা আপনার কথাগুলো ফলো করে চলেছে। আপনাকে লিডার হিসেবে তারা মেনে নিচ্ছে।

এবার আসি ষষ্ঠ গুনের কথায়
Decision Making Capabilities
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুণ বা  ক্ষমতা কারোর মধ্যে থাকলে তাকে অনায়াসে বাকিরা লিডার হিসেবে মেনে নেবে। এইখানেই কিন্তু বেশিরভাগ মানুষ  লিডারদের উপর ভরসা করে, কাজেই যখন তারা দেখবে এই সিদ্ধান্ত নেওয়ার দারুন একটা ক্ষমতা আপনার মধ্যে রয়েছে এবং সেটি সঠিকভাবে রয়েছে তখন তারা আপনাকে অবশ্যই লিডার হিসেবে সম্মান করবে।
প্রথম পর্বের শেষে গুনটির কথা আমি বলব সেটাকে খুব ভালো হবে বুঝে নেওয়ার দরকার আছে। এই গুনটি হল Accountability.
Arold H Glasow বলেছিলে একজন ভালো লিডার তার যতটা না দোষ তার কিছুটা বেশি নিজের ঘাড়ে নিয়ে নেন আর যতটা তার ক্রেডিট তার কিছুটা কম তিনি নিয়ে থাকেন। ভালো করে কথাটা আরো একবার খেয়াল করুন যখন আপনার টিম মেম্বাররা কোন ভুল করছেন সেই ভুলের খানিক ভাগিদার হয় তাদেরকে শুধরে দেওয়ার চেষ্টা করুন আর যখন আপনার সহায়তায় তারা ভালো কিছু করেছে তখন সেই কৃতিত্ব নিজের কাছে অল্প রেখে তাদের দিকেই বেশি করে দিয়ে দিন।
এই সাতটি গুণ যদি আপনি নিয়মিত  প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে আপনি একজন respected লিডার হিসেবে আপনার টিমের মধ্যে পরিচিত হবেন ।

সাতটি গুণ আমি আরো একবার পরপর বলে যাচ্ছি
1. Honesty and Integrity
2. Confidence
3. Inspire Others
4. Commitment and Passion
5. Good Communicator
6. Decision Making Capabilities
7. Accountability



লিডারশীপ কোয়ালিটি যে বাকি আটটি পয়েন্ট আমরা আলোচনা করব ঠিক পরের ভিডিওটিতে সেটি পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর একটা অনুরোধ এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক এবং শেয়ার করবেন আর প্রতিবারের মত কমেন্ট বক্সে লিখে জানাবেন ঠিক কতখানি ভালো আপনাদের লেগেছে।
ফিরে আসছি leadership part টু নিয়ে কয়েকদিনের মধ্যেই।

Comments are closed.

    Opportunity

    ​​( 90% Automated System)

    If you want to work with NetBiz System, Submit Your Form Now! Click Here

Copyright © 2019 NetbizSystem - All Rights Reserved.
Picture