Bengali Portal for Internet and Networkl Marketing Business
Join Us On
  • Home
  • Online Business
  • Leadsark Reviews
  • Network Marketing Course
  • training
  • Videos
  • Blog
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer
FIRST TIME IN INDIA AND BANGLADESH

​যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার সাথে যুক্ত থাকেন অথবা যুক্ত

​হবার কথা ভাবছেন তবে

 নীচের কথাগুলো অবশ্যই মন দিয়ে পড়ুন।


আপনি নিশ্চয় শুনেছেন নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা কে বলা হয় 21st Century Business অর্থাৎ এই ব্যবসা হল একবিংশ শতাব্দীর ব্যবসা। যদি এই ব্যবসার সাথে আপনি ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়ে থাকেন, আপনাকে শুভেচ্ছা। আর যদি না হয়ে থাকেন, তাহলে বলব একটি ভাল company পছন্দ করে নিয়ে এখনই যুক্ত হয়ে যান। 


আগামী 5 বছরের মধ্যে আপনার জীবন আমূল বদলে যেতে পারে এই ব্যবসার হাত ধরে।

​
Network marketing is the fastest growing business model in the world today.     
Robert Kiyosaki



​​তাহলে এত মানুষ সফল হচ্ছে না কেন?


​একদম সঠিক প্রশ্ন, এটা আমরাও ভেবেছিলাম। একটি ছোট surveyও চালান হয় আমাদের পক্ষ থেকে। আমরা অনুভব করি এই বিরাট সংখ্যক অসাফল্যের পিছনে কারণ মূলত দুটি- 


1) Training এর
অভাব - দুঃখের হলেও সত্যি এত সম্ভাবনাময় একটা industry অথচ এখন অব্দি কোন systematic step by step training ই তৈরী হল না, যেটুকু আছে তা ছড়ানো ছিটানো। Proper training ছাড়া পৃথিবীর কোন কাজে সাফল্য আসে না, এখানেও আসছে না। 

2) Old School Methods- এই দেশগুলিতে অর্থাৎ ভারত আর বাংলাদেশে এখনও সেই 50 বছর আগের পদ্ধতিগুলোকেই follow করা হচ্ছে। internet পুরো বিশ্বকে পাল্টে দিল, অথচ আমরা পালটালাম না। 

পৃথিবীর উন্নত দেশগুলো কিন্তু পরিবর্তিত হয়ে গেছে।

​এদেশ এখন বুঝতে পারছে এর উপকারিতার কথা। করোনা সবাইকে বাধ্য করেছে বুঝতে।

আমরা কিন্তু এই training, এই system শুরু করে দিয়েছিলাম দু বছর আগে, আর তার ফলে আমাদের এই বিরাট সাফল্য।

​
এবার আপনাদের জন্য সুখবর

​
​এই সম্পূর্ণ training (internet ব্যবহার এর পদ্ধতি সহ) আমরা video lessons এর মাধ্যমে তুলে দিতে চলেছি আপনাদের হাতে। 
27 videos, Worksheet, Books, Resources ইত্যাদির মাধ্যমে আপনি এখন বাড়িতে বসেই শিখতে পারবেন নানা আধুনিক পদ্ধতি, পুরনো জিনিস গুলি আরও ঝকঝকে আরও সহজ রূপে তুলে ধরেছি আমরা




আমরা একসাথে সবার হাতে Training তুলে দিতে পারব না

Picture
আমাদের training এর বৈশিষ্ট্য হল দুটি। প্রথমত এই training যে কোন network marketing company র জন্য প্রযোজ্য। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হল আমরা শুধু course sell করি না। আমরা support provide করি যতক্ষণ না একজন success পাচ্ছেন। কাজেই আমরা একসাথে অনেককে include করতে পারি না। 

এই পর্যায়ে আমরা মাত্র 200 জন কে course দিতে পারব। এই website টি আপনি এখনও দেখতে পাচ্ছেন মানে আপনার কাছে এখনও এ সুযোগ আছে। তাই আর দেরি করবেন না, একটি আন্তর্জাতিক মানের training এর সুযোগ পেয়েছেন, এর ব্যবহার করে নিন। 

ভারতবর্ষে আমরাই প্রথম এ ধরণের course নিয়ে এসেছি তাও বাংলায়। এর কোন বিকল্প আপনারা কোথাও পাবেন না। Course এর বিষয়বস্তু আপনাকে 100% satisfied করবে, এটা আমাদের guarantee।

Network marketing is the big wave of the future. It's taking the place of franchising, which now requires too much capital for the average person.     
Jim Rohn

দেখে নেওয়া যাক যারা আমাদের workshop  attend  করেছেন তারা কি বলছেন
​

সীমিত সুযোগ

​
​
যে মূহুর্তে 200 জন admission নিয়ে নেবে আমাদের admission বন্ধ রাখা হবে, যতদিন না আমরা আবার নতুন admission নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। আমাদের course fees রাখা হয়েছে নূন্যতম। প্রচলিত fees এর অর্ধেকেরও কম। 


মাত্র 4990 টাকা, হ্যাঁ এতটাই কম।
(
Workshop  Training  এর থেকেও অনেক বেশী কিছু শিখবেন, অনেক কম fees এ)


Picture
Picture
                   200 জনের জন্য আরও বড় সুখবর, আপনারা পাবেন এক অভাবনীয়
                                                    
                                                 60% Discount. 

এই discount এর সময়সীমা থাকবে মাত্র 15 দিন। আগামী
23rd June পর্যন্ত আপনি এই course নিতে পারবেন  মাত্র 2000 টাকায় 


Discount code: PRELAUNCH



এই সুযোগ হাতছাড়া না করতে চাইলে এখনই নীচের website এ
যান আর purchase সেরে ফেলুন - 
Picture
Picture
কিভাবে Purchase করবেন
​

FOR BANGLADESH

20% Discount 

4000 
টাকা




​বাংলাদেশ থেকে যারা এই online course টি কিনবেন তারা এই নীচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সঙ্গে পেমেন্ট এর জন্য একাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হল ।

Global Success Academy


** যোগাযোগ এর মোবাইল নাম্বার : +8801781-636754

** পেমেন্ট এর জন্য বিকাশ মাচেন্ট একাউন্ট নাম্বার : +8801905-405405

** পেমেন্ট করে শেষ তিনটা ডিজিট ,নাম এবং email  id  জানিয়ে দিতে হবে
Copyright © 2019 NetbizSystem - All Rights Reserved.
Picture