আনন্দ সংবাদ
ভিডিও না বানিয়েও Youtube চ্যানেল থেকে আয় করা সম্ভব !
আপনাকে এখন থেকে আর
কি Content লিখব ভাবতে হবে না,
নিজেকে Video বানাতে হবে না,
Video Edit করতে হবে না -
TUBE MASTERY PRO is launching
Ready-Made Shorts Bundle!
নিজেকে Video বানাতে হবে না,
Video Edit করতে হবে না -
TUBE MASTERY PRO is launching
Ready-Made Shorts Bundle!
Dear Friend,
আপনি কখনো না কখনো হয়তো ভেবেছেন যদি একটা youtube চ্যানেল খোলা যেত এবং সেখান থেকে অনেক অর্থ উপার্জন করা যেত তবে বেশ হতো!
কিন্তু আপনি জানেন Content নিয়মিত ভাবে পাওয়া, Video বানানো, Edit করা - সবকিছুই খুব ঝক্কির তাই আর চ্যানেল আপনার বানানো হয়ে ওঠে নি !
যদি সেটাই হয় তাহলে আজ আপনার জন্য একটা দারুন উপায় এসে গেছে যা কিনা অত্যন্ত সহজ এবং যে কারোর পক্ষেই তা করা সম্ভব!
আপনি কখনো না কখনো হয়তো ভেবেছেন যদি একটা youtube চ্যানেল খোলা যেত এবং সেখান থেকে অনেক অর্থ উপার্জন করা যেত তবে বেশ হতো!
কিন্তু আপনি জানেন Content নিয়মিত ভাবে পাওয়া, Video বানানো, Edit করা - সবকিছুই খুব ঝক্কির তাই আর চ্যানেল আপনার বানানো হয়ে ওঠে নি !
যদি সেটাই হয় তাহলে আজ আপনার জন্য একটা দারুন উপায় এসে গেছে যা কিনা অত্যন্ত সহজ এবং যে কারোর পক্ষেই তা করা সম্ভব!
আমি যে উপায়ের কথা বলছি তা হল Youtube Shorts !
(Youtube এ এক মিনিটেরও ছোট ভিডিও পাবলিশ করা !)
(Youtube এ এক মিনিটেরও ছোট ভিডিও পাবলিশ করা !)
BUILD AI SHORT VIDEOS CHANNEL
IT'S NEW, HOT & TRENDING!
Complicated বড় ভিডিওস এর দরকার নেই, ৫ সেকেন্ড থেকে ৫৯ সেকেন্ড এর shorts ভিডিও youtube এ আপলোড করে দিন ।
নির্দিষ্ট সংখ্যক Views এবং subscribers হলে youtube পার্টনার প্রোগ্রাম থেকে আয় করা শুরু হয়ে যাবে!
নির্দিষ্ট সংখ্যক Views এবং subscribers হলে youtube পার্টনার প্রোগ্রাম থেকে আয় করা শুরু হয়ে যাবে!
একথা সত্যি প্রতিদিন নিয়ম করে একটা বা দুটো ভিডিও বানানোর জন্য অনেক ধৈর্য লাগে, তাছাড়া টপিক বাছা, কনটেন্ট পাওয়া, অডিও রেকর্ড করা, ভিডিও বানানো এগুলো দীর্ঘ সময় ধরে করে যাওয়া সবার জন্য সম্ভব হয়ে ওঠে না।
তাই অনেকেই কাজ শুরু তো করেন কিন্তু শেষ করে উঠতে পারেন না।
তাই অনেকেই কাজ শুরু তো করেন কিন্তু শেষ করে উঠতে পারেন না।
তাদের সবার জন্য একটা দারুন সুযোগ নিয়ে এসেছে :
TUBE MASTERY PRO
YOUTUBE STAR হয়ে ওঠা আপনার এখন শুধু সময়ের অপেক্ষা
একটি অভূতপূর্ব সুযোগ যেখানে আমরা আপনার হাতে তুলে দেব তৈরী করা শর্ট ভিডিওস - তাও ৫০ বা ৬০ টা নয়, একেবারে ২ বছরের ভিডিও।
আপনার কাজ হবে ওই ভিডিও কে আপনার চ্যানেল এ আপলোড করা, ব্যাস এইটুকুই !
আটশোর বেশি readymade ভিডিওস নামমাত্র মূল্যে
( একেকটি ভিডিওর খরচ পরবে পঞ্চাশ পয়সারও কম )
REAL PROOF OF OUR VIDEOS
INTRODUCING : SHORT VIDEOS BUNDLE
>>> হিন্দি এবং ইংরেজি তে তৈরী করা প্রায় দুহাজার ভিডিওস আছে, আপনি চাইলে হিন্দি বেছে নিতে পারেন, চাইলে ইংরেজি বেছে নিতে পারেন, আবার সবকটি নিয়ে দুটো পৃথক চ্যানেলও খুলতে পারেন
>>> প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করলে দু বছরের বেশি সময় ধরে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, (৩৬৫*২=৭৩০) আর প্রতিদিন দুটি করে ভিডিও পাবলিশ করলেও এক বছরের বেশি সময় আপনি ভিডিও পাবলিশ করে যেতে পারবেন
>>> সমস্ত ভিডিওস তৈরী করা হয়েছে পার্সোনাল ডেভেলপমেন্ট টপিকস এর উপর এ যার চাহিদা অত্যন্ত বেশি, যা সর্বকালীন (এভার গ্রীন) এবং ভিউ প্রতি উপার্জনও বেশি
>>> প্রত্যেক ভিডিওরই পপুলার হবার সম্ভাবনা রয়েছে, আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে ব্যবহার করে আমরা ভিডিও গুলো বানিয়েছি
>>> যেকোনো ভিডিও popular হবার অন্যতম কারণ হল তার অডিও বা voiceover, এই সমস্ত ভিডিও তে যে সব voiceover ব্যবহৃত হয়েছে তা অত্যন্ত শ্রুতিমধুর এবং প্রফেশনাল
>>> সমস্ত ভিডিও অত্যাধুনিক সফটওয়্যার কে ব্যবহার করে বানানো হয়েছে ফলে তা শুধুমাত্র যে দেখতে ও শুনতে ভালো তাই নয়, অত্যাধুনিক এই টেকনোলজি ব্যবহারের কারণে তা অভিনব এবং আকর্ষণীয়
>>> আরো ভালো খবর : আপনি একেকটি ভিডিও পাবেন যা দামে তার থেকে একটা লজেন্স এর দাম বেশি, এত কম মূল্যে এতো বেশি সংখ্যক ভিডিও আর কোথাও কখনো আপনি পাবেন না
>>> প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করলে দু বছরের বেশি সময় ধরে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, (৩৬৫*২=৭৩০) আর প্রতিদিন দুটি করে ভিডিও পাবলিশ করলেও এক বছরের বেশি সময় আপনি ভিডিও পাবলিশ করে যেতে পারবেন
>>> সমস্ত ভিডিওস তৈরী করা হয়েছে পার্সোনাল ডেভেলপমেন্ট টপিকস এর উপর এ যার চাহিদা অত্যন্ত বেশি, যা সর্বকালীন (এভার গ্রীন) এবং ভিউ প্রতি উপার্জনও বেশি
>>> প্রত্যেক ভিডিওরই পপুলার হবার সম্ভাবনা রয়েছে, আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে ব্যবহার করে আমরা ভিডিও গুলো বানিয়েছি
>>> যেকোনো ভিডিও popular হবার অন্যতম কারণ হল তার অডিও বা voiceover, এই সমস্ত ভিডিও তে যে সব voiceover ব্যবহৃত হয়েছে তা অত্যন্ত শ্রুতিমধুর এবং প্রফেশনাল
>>> সমস্ত ভিডিও অত্যাধুনিক সফটওয়্যার কে ব্যবহার করে বানানো হয়েছে ফলে তা শুধুমাত্র যে দেখতে ও শুনতে ভালো তাই নয়, অত্যাধুনিক এই টেকনোলজি ব্যবহারের কারণে তা অভিনব এবং আকর্ষণীয়
>>> আরো ভালো খবর : আপনি একেকটি ভিডিও পাবেন যা দামে তার থেকে একটা লজেন্স এর দাম বেশি, এত কম মূল্যে এতো বেশি সংখ্যক ভিডিও আর কোথাও কখনো আপনি পাবেন না
**Most Important**
আপনাদের প্রতিযোগিতা কম রাখতে আমরা এই বান্ডিল ভিডিওস মাত্র 100 জনকেই দেব।
এর চেয়ে একজন বেশিও পাবেন না। আমরা ভবিষ্য়্যতে যদি আবার এরকম সুযোগ নিয়ে আসি, যদি এরকম বান্ডিল বানাই তার দাম অবশ্যই এর থেকে অনেক বেশি হবে
কাজেই এই সুযোগ হাতছাড়া করবেন না
যদি আপনি youtube চ্যানেল এর মাধ্যমে আপনার পরিচিতি, সাফল্য, অর্থ সবকিছু বাড়াতে চান, তাহলে এখনই অর্ডার করুন। আপনার Youtuber হয়ে ওঠার স্বপ্ন পূরণ করুন আজ থেকেই।
আপনি যে কোনো একটি Option বেছে নিন
OPTION ONE :
800+ HINDI SHORT VIDEOS
Rs 550 Only
800+ HINDI SHORT VIDEOS
Rs 550 Only
OPTION TWO :
800+ ENGLISH SHORT VIDEOS
Rs 550 Only
OPTION THREE :
BOTH HINDI AND ENGLISH ( ALL 1600+ Videos)
HUGE DISCOUNT
Rs 850 Only
ভিডিও গুলি Hindi বা English এ এই কারণে বানানো হয়েছে কারণ হিন্দি বা ইংলিশ এ অনেক ভিউস পাওয়া যায়, দর্শক এর সংখ্যা অনেক বেশি ফলে তাড়াতাড়ি পপুলার হবার সম্ভাবনাও বেশি, আপনি শুধু ভিডিও গুলো আপলোড করবেন, তাই আপনার এই ভাষা না জানলেও চলবে, Keywords আমরাই দিয়ে দিচ্ছি, সেগুলো কপি-পেস্ট করে দেবেন, আর headlines টা আমাদের sample ফলো করে লিখে পোস্ট করে দেবেন, একটা ভিডিও পাবলিশ করতে ২ মিনিট ও লাগবে না
এই সুযোগ হারাবেন না, আমাদের কাছে ছাড়া অন্য কোথাও এতো তৈরী করা ভিডিওস তাও এতো কম দাম ই কোথাও পাবেন না।
এই সুযোগ হারাবেন না, আমাদের কাছে ছাড়া অন্য কোথাও এতো তৈরী করা ভিডিওস তাও এতো কম দাম ই কোথাও পাবেন না।
Disclaimer : আপনি অর্থ উপার্জন করবেন youtube বা অন্য কোনো Third paty resource থেকে, কাজেই কত অর্থ আপনি উপার্জন করবেন আর কত দিনে করবেন তার প্রতিশ্রুতি দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়
অনেকগুলি sample videos এই ওয়েবসাইট ই দেওয়া থাকলো, সেগুলি দেখে নিয়ে অর্ডার দেবেন, আমাদের কোনো রিফান্ড পলিসি নেই
অনেকগুলি sample videos এই ওয়েবসাইট ই দেওয়া থাকলো, সেগুলি দেখে নিয়ে অর্ডার দেবেন, আমাদের কোনো রিফান্ড পলিসি নেই
ONLY 100 COPIES