ইন্টারনেট মার্কেটিং এবং নেটওয়ার্ক মার্কেটিং শেখার জনপ্রিয় বাংলা পোর্টাল
Popular Bengali Portal to Learn Internet Marketing & Network Marketing Business!
Hello Friend!
Netbizsystem.com এ আপনাকে স্বাগত।
আমরা অত্যন্ত খুশি আপনি আমাদের website টি visit করেছেন।
আমরা এই ওয়েবসাইট create করেছি সেই মানুষদের জন্য যারা internet marketing বা network marketing business এর সাথে যুক্ত আছেন, অথবা অদূর ভবিষ্যতে যুক্ত হবেন।
আমরা খুব দৃঢ় ভাবে বিশ্বাস করি Network Marketing এবং Internet Marketing সেই সব মানুষদের প্রভূত সাহায্য করতে পারে যারা তথাকথিত ভাবে অন্য কোথা থেকেও সাহায্য পান নি,অন্তত নিজের financial career গড়ার ক্ষেত্রে।
ইন্টারনেট মার্কেটিং কি ?
খুব সহজ কথায় বলতে গেলে বলা যায় ইন্টারনেটকে ব্যবহার করে বিভিন্ন প্রোডাক্টস/ সার্ভিসেসকে মার্কেটিং করাই হল ইন্টারনেট মার্কেটি।
সেই প্রোডাক্টস আপনার নিজের হতে পারে আবার অন্যেরও হতে পারে।
আনন্দের কথা এটাই যে এই ব্যবসা প্রায় বিনা বিনিয়োগে বা খুব অল্প বিনিয়োগেই করা যায় এবং বাড়িতে বসেই করা যায়, শুধু লাগে একটা Computer/ Mobile Phone এবং internet connection।
কিভাবে আপনি তা করবেন এই সংক্রান্ত নানাবিধ তথ্য আছে এই ওয়েবসাইট এর মধ্যেই।
নেটওয়ার্ক মার্কেটিং কি?
যারা products তৈরী করেন অর্থাৎ যারা manufacturers তাদের কাছ থেকে যারা উপভোক্তা অর্থাৎ consumers তাদের হাতে products পৌঁছে দেবার একটি সর্বাধুনিক মডেল হল নেটওয়ার্ক মার্কেটিং।
যারা এই মার্কেটিং এর সাথে যুক্ত তারা manufacturers এর products consumers এর কাছে পৌঁছে দিতে সাহায্য করেন এবং এই কারণে তারা বিক্রীত দ্রব্য থেকে যে মুনাফা হয় তার একটা অংশ লাভ করেন।
এই পেশা তুলনামূলক ভাবে অনেক সহজ, বিনা বিনিয়োগে শুরু করা যায় এবং খুব অল্প সময়ের মধ্যে financial freedom লাভ করতে পারা যায়। এই ব্যবসা Direct Selling এবং MLM Business নামেও পরিচিত।
আমরা এই ওয়েবসাইট এর মাধ্যমে এই ব্যবসা কিভাবে করা যায়, বিশেষ করে ইন্টারনেট কে ব্যবহার করে কিভাবে সহজে তা করা যায় এই সংক্রান্ত নানা আলোচনা এবং ট্রেনিং আপনাদের সামনে তুলে ধরব ।
আমরা digital media কে ব্যবহার করে নিজেরা একটা system develop করেছি যার নাম আমরা দিয়েছি Digital Direct Selling.
এই system এর সাহায্যে আমরা internet কে ব্যবহার করে network marketing business কে আরও সহজ করে ফেলেছি।আমরা এই website এ সেই marketing এর বর্ণনাও করেছি।
বিপরীতে আরেকটি জনপ্রিয় system হল old school method.
উভয় ক্ষেত্রেই কিন্তু আপনি একটা system follow করবেন, আর এই সিস্টেম কে follow করাই এই business এ success এর মূল মন্ত্র।
বাংলা ওয়েবসাইট কেন ?
পৃথিবী জুড়ে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা ২৬ কোটিরও বেশী! যদিও সারা পৃথিবী জুড়েই তারা ছড়িয়ে আছেন কিন্তু মূলতঃ তাদের বড় অংশই বসবাস করেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। তাদের প্রয়োজনের কথা মাথায় রেখেই আমাদের এই উদ্যোগ।
যারা প্রকৃতই network marketing business বা internet marketing business থেকে প্রভূত আয় করতে চান তাদের বাংলা ভাষায় এই industry সম্বন্ধে জানার বা learning র জায়গার বড় অভাব ছিল। তাছাড়া ঠগ মানুষ এবং অসৎ মানুষদের থেকেও এইসব industry কে রক্ষা করার প্রয়োজন; এই সবগুলো বিষয় মাথায় রেখে আমাদের এই উদ্যোগ।
আমরা blog post এবং video র মাধ্যমে শেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনি এই business গুলিতে সফল হতে পারবেন।আমরা বিশ্বাস করি, আমাদের সেই teachings বা lessons আপনাদের ভাল লাগবে। আপনারা উপকৃত হবেন।
কোন নির্দিষ্ট কোম্পানির কথা এখানে বলা হবে না; বরং as a whole network marketing and internet marketing system কে একটা সঠিক shape দেওয়ার জন্য এই প্রচেষ্টা।
যারা আমাদের সাথে কাজ করতে চান তারা পৃথকভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন।
আমরা বিশ্বাস করি network marketing business অনেক সহজ হয়ে যায় যখন আমরা একটা system follow করি, সেই কারণেই আমাদের website এর নাম আমরা বেছেছি Network and Internet Marketing Business System যা সংক্ষেপে করলে দাঁড়ায়
Netbizsystem (net+biz+system).
যারা Digital Direct Selling সম্মন্ধে জানতে চান তারা নিচের Form টি ভরুন